1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামী সতীর্থদের পাশে ৮০০ ফুটবলার

১৯ ফেব্রুয়ারি ২০২১

জার্মানির সব এলজিবিটিকিউ ফুটবলারদের সমর্থন জানানোর ক্যাম্পেইনে সাড়া দিয়েছেন ৮০০ জন ফুটবলার৷ প্রত্যেকে ‘পাশে আছি’ বার্তা দিতে এক প্রস্তাবনায় স্বাক্ষর করে বলেছেন, ‘‘আমাদের ওপর ভরসা রাখতে পারো৷’’

https://p.dw.com/p/3pZzl
সমকামীদের প্রতি সমর্থন জানানো লেখা
ছবি: imago/Sven Simon

ক্যাম্পেইনের উদ্যোক্তা জার্মানির ফুটবল ম্যাগাজিন ‘এল্ফ ফ্রয়েন্ডে’ (ইলেভোন ফ্রেন্ডস)৷ সারা দেশের সব এলজিবিটি, অর্থাৎ নারী ও পুরুষ সমকামী, উভকামী এবং রূপান্তরকামীদের প্রতি সমর্থন জানাতে এক স্বাক্ষর সংগ্রহের অভিযান শুরু করা হয়৷ ‘এল্ফ ফ্রয়েন্ডে’ উচ্ছ্বসিত, কারণ, ইতিমধ্যে নারী, পুরুষ মিলিয়ে জার্মানির অন্তত ৮০০ ফুটবলার সেই অভিযানে অংশ নিয়ে দেশের সব এলজিবিটি ফুটবলারদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন৷ এ সপ্তাহে ‘এল্ফ ফ্রয়েন্ডে’র যে সংখ্যা প্রকাশিত হবে, সেখানে থাকবে ৮০০ ফুটবলারের এ উদ্যোগে অংশ গ্রহণের ছবি ও বক্তব্যের বিস্তারিত৷

জানা গেছে, ‘এল্ফ ফ্রয়েন্ডে'র এ সংখ্যায় থাকবে কয়েক রকমের প্রচ্ছদ৷ সেগুলোর একেকটিতে দেখা যাবে একেকজন তারকা ফুটবলারের ছবি৷ প্রচ্ছদে স্থান পাওয়া সব ফুটবলারের হাতে দেখা যাবে একই প্ল্যাকার্ড, সেখানে লেখা থাকবে, ‘ইয়ার ক্যোন্ট আউফ উন্স স্যালেন’, অর্থাৎ ‘আমাদের ওপর ভরসা রাখাতে পারো৷’ বুন্ডেসলিগায় ইউনিয়ন বার্লিনের হয়ে খেলা মাক্স ক্রুস এবং ক্রিস্টোফার ট্রিমেল আর হ্যার্থা বার্লিনের ডেড্রিক বোয়াটা এবং নিকলাস স্টার্কের মতো অনেক সুপরিচিত ফুটবলারের মুখই দেখা যাবে প্রচ্ছদে৷

এসিবি/কেএম (ডিপিআই)

গত সেপ্টেম্বরের ছবিঘরটি দেখুন..

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান