1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমকামী যুগলের সন্তান নেয়ার সুযোগ দিলো ইসরায়েলী আদালত

১ মার্চ ২০২০

সমকামী দম্পতি এবং সিঙ্গেল পুরুষের বৈধভাবে বাবা হওয়ার সুযোগ দিলো ইসরায়েল৷ সারোগেট বা অন্যের গর্ভ ব্যবহার করে সন্তান নেয়ার অনুমতি দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত৷

https://p.dw.com/p/3YgR7
Homosexuelles Paar in Israel mit Kindern
ছবি: picture alliance/dpa/S.Lemel

এ বিষয়ক আইন পরিবর্তন করতে ইসরায়েলের সরকারকে এক বছর সময় দিয়েছে আদালত৷ সমকামী দম্পতিদের সন্তান নেয়ার জন্য অন্য দম্পতিদের মতো সমান সুযোগ দেয়ার কথা বলা হয়েছে আদালতের নির্দেশে৷

আদালতের এ রায়কে স্বাগত জানিয়েছে সমকামীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো৷ এই রায়কে ঐতিহাসিক বলেও আখ্যা দিয়েছেন অধিকারকর্মীরা৷ সারোগেট মায়েরা এতদিন কেবল বিসমকামী দম্পতি ও সিঙ্গেল মায়েদের জন্যই গর্ভধারণ করতে পারতেন৷

সারোগেট গর্ভধারণের বিষয়টি নিয়ে ইসরায়েলে ব্যাপক কড়াকড়ি থাকায় সমকামী দম্পতি এবং সিঙ্গেল পুরুষেরা এতদিন সন্তান নেয়ার জন্য অন্যান্য দেশকে বেছে নিতেন৷ কিন্তু আদালত আইনের দৃষ্টিতে এটিকে বৈষম্য বলে উল্লেখ করেছে৷ প্রধান বিচারপতি এসথার হায়ুতের নেতৃত্বে পাঁচ বিচারপতির প্যানেল ঐক্যমতের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন৷

সমকামী অধিকার সংগঠন এলজিবিটি'র সভাপতি গিলা পিয়ার ইসরায়েলের সংবাদপত্র ইনেটকে বলেন, ‘‘ইসরায়েল রাষ্ট্রের জন্য এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত৷ সবাইকে পিতৃত্ব ও মাতৃত্বের সুযোগ করে দিলো এই রায়৷''

ইসরায়েলে অবশ্য এখনও সমকামী যুগলের বিয়ে আইনি স্বীকৃতি পায়নি৷ ফলে সন্তান দত্তক নেয়া মা সারোগেশনের মাধ্যমে সন্তান নেয়ার বিষয়টি এখনও রয়েছে জটিলতার মধ্যে৷ প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সরকারে রক্ষণশীল ধর্মীয় গোষ্ঠীর বেশ বড় প্রভাব রয়েছে৷ ফলে এমন কোনো আইন চাইলেও সরকারের পক্ষে পাস করানো বেশ কঠিন৷ সমকামীদের অধিকার রক্ষায় যে-কোনো আইন ইহুদি ধর্মের মূলমন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে বরাবরই এর বিরোধিতা করে আসছে সরকারের এই রক্ষণশীল অংশ৷

এডিকে/এসিবি (ডিপিএ)

 

গত বছরের ছবিঘরটি দেখুন:

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য