সবাই আর কোনো রোহিঙ্গা ‘নেয়ার’ বিপক্ষে
২১ সেপ্টেম্বর ২০২০‘‘রোহিঙ্গাদের বাংলাদেশে আসার আর কোনো সুযোগ দেওয়া মোটেও উচিত হবে না, সেনাবাহিনীর উচিত দৃঢ় ভূমিকা নেওয়া,’’ মনে করেন ডয়চে ভেলের পাঠক আসিফ আমিন৷ প্রায় একই মত পোষণ করেন বশিরুল ইসলাম৷ তিনি লিখেছেন, ‘‘বাংলাদেশ আনসার বাহিনীকে ভারি অস্ত্র দিয়ে দ্রুত সীমান্তে পাঠানো হোক, রোহিঙ্গাদের জন্য আনসারই যথেষ্ট৷’’
আর ‘‘মানবতাবিরোধী এতবড় গণহত্যা করেও মিয়ানমারের বিচার হয়নি৷ তাই আবারও তারা গণহত্যার নেশায় মেতেছে’’ এই মন্তব্য আসাদুজ্জামান রিপনের৷
বাংলাদেশে রোহিঙ্গা সমস্যাকে দেশের দূর্বল কূটনীতির ফসল বলে আখ্যায়িত করেছেন পাঠক মুহাম্মদ নূর আলম৷ মুহাম্মদ আলমাস খান মনে করেন, ‘‘উপযুক্ত জবাব না দেয়া পর্যন্ত এমনটাই হবে আর বাংলাদেশ আজ না বুঝলেও তা পরে বুঝবে৷’’
‘‘বাংলাদেশ ও মিয়ানমারের মাঝে বন্ধুসুলভ সম্পর্ক বজায় রাখা দরকার, যাতে বাংলাদেশ সব সময় সময় গরু, পেঁয়াজ, মাছ ইত্যাদি আমদানি করতে পারে’’ এই মন্তব্য পাঠক কাজি সিরাজ উদ্দিন আহমেদের৷
‘‘আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে ঢুকতে দেয়া যাবে না৷ বাংলাদেশের সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করা হউক’’ দাবি আনোয়ার ইসলামের৷
‘‘আমাদের অনেক মানবতা আর এই মানবতাই এখন গলার কাঁটা হয়ে দাড়িয়েছে,’’ এই মন্তব্য পাঠক উত্তম কুমারের৷
সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী
২০১৮ সালের ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন...