1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সপ্তাহান্তে এ্যাথলেটিক্স, বুন্ডেসলিগা, ফর্মুলা ওয়ান

২৪ আগস্ট ২০০৯

বার্লিনে বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের শেষ দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখরক্ষা হল৷ বুন্ডেসলিগায় ভোলফসবুর্গ এই প্রথম একটা বড় ধাক্কা খেল৷ ফর্মুলা ওয়ান মোটর রেসিং-এ রুবেন্স ব্যারিকেলো পাঁচ বছর পরে আবার জিতল৷

https://p.dw.com/p/JH1P
ইথিওপিয়ার কেনেনিসা বেকেলেছবি: AP

পুরুষদের ৫,০০০ মিটারে যুক্তরাষ্ট্রের বার্নার্ড লাগাট-এরই সোনা জেতার কথা৷ কিন্তু শেষ চক্করে ফিনিশিং লাইনের দিকে যেতে সেই জয় ছিনিয়ে নিলেন ইথিওপিয়ার কেনেনিসা বেকেলে৷ যুক্তরাষ্ট্র পরে পুরুষদের এবং মহিলাদের চারবার চারশো মিটারের রিলে জিতে এবং মহিলাদের লং জাম্পে ব্রিটনি রিস-এর কৃতিত্বের ফলে শেষমেষ পদকের তালিকায় শীর্ষস্থানটি দখল করে: সোনা ১০, রূপো ৬ এবং তামা ৬৷ সে তুলনায় বোল্ট-সমৃদ্ধ জামাইকার ফলাফল হল ৭-৪-২৷

আর কয়েকটি ছোটখাটো চমক: বাহরেনের মরিয়াম ইউসুফ মহিলাদের ১,৫০০ মিটার জিতলেন কেননা স্পেনের নাটালিয়া রড্রিগেজ’কে পরে ডিসকোয়ালিফাই করা হল৷ রড্রিগেজ দৌড় চলাকালীন ইথিওপিয়ার গেলেটে বুর্কা’কে কনুই-এর ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন৷ ওদিকে পুরুষদের ১,৫০০ মিটারের চ্যাম্পিয়ন বাহরেনের ইউসুফ সাদ কামেল তাঁর বাবা, কেনিয়ার প্রখ্যাত দৌড়বীর বিলি কনচেল্লার পদাঙ্কানুসরণ করতে পারেননি৷ তাঁকে হারতে হয় দক্ষিণ আফ্রিকার মবুলায়েনি মুলাউডজি’র কাছে৷ আর সুয়ে বাই চীনের হয়ে মহিলাদের ম্যারাথন জেতেন, এ’ও এক প্রথম৷

বুন্ডেসলিগা

গত মরশুমের বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন ভোলফসবুর্গ রবিবার নিজেদের মাঠে হামবুর্গের কাছে ৪-২ গোলে হারল৷ অথচ ভোলফসবুর্গ গত মে মাস যাবৎ বুন্ডেসলিগার কোনো খেলাতে হারেনি৷ এর ফলে লেভারকুজেন পয়েন্টের তালিকার শীর্ষেই রইল, হামবুর্গ উঠল দ্বিতীয় স্থানে৷ ভোলফসবুর্গ এখন চতুর্থ৷ রবিবারের অন্য দুটি খেলায় ভের্ডার ব্রেমেন মোয়েনশেনগ্লাডবাখ’কে হারিয়েছে ৩-০ গোলে, যার মধ্যে দুটো ক্লাউদিও পিসারো’র করা৷ পিসারো সদ্য চেলসি থেকে ব্রেমেনে ফিরেছে৷ ওদিকে হের্থা বার্লিন বোখুমের কাছে হেরেছে ১-০ গোলে৷

ফর্মুলা ওয়ান

অনেকদিন পরে রুবেন্স ব্যারিকেলো’কে আবার একটি ফর্মুলা ওয়ান রেস জিততে দেখা গেল, স্পেনের ভ্যালেন্সিয়ায়৷ বলতে কি, ব্যারিকেলো শেষবার রেস জিতেছিল ২০০৪ সালে, শাংহাইতে৷ ব্রন জিপি’র হয়ে এবার তার জেতার কারণ ম্যাকলারেন দলের মেকানিকদের একটি ভুল৷ কোয়ালিফাইং-এর পর পোল পজিশন ছিল ম্যাকলারেনের লুইস হ্যামিলটনের৷ এবং সে শুরু থেকে এগিয়েও ছিল৷ কিন্তু হ্যামিলটনের দ্বিতীয় পিট স্টপে তার নতুন টায়ারগুলো ঠিকমতো প্রস্তুত রাখেনি ম্যাকলারেনের মেকানিকরা৷ ঐ এক ভুলেই ব্যারিকেলো আগে বেরিয়ে গেল এবং রেস জিতল৷

প্রতিবেদক: অরুণ শঙ্কর চৌধুরী, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই