সড়ক দুর্ঘটনা রোধে কঠোর আইন প্রণয়নের দাবি
১৬ জুলাই ২০১১মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া কয়েকজন ছাত্র জানায়, ট্রাকের ড্রাইভার মোবাইল ফোন কানে দিয়ে কথা বলতে বলতে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল৷ তাকে নিষেধ করলে সে উল্টো আরো বেপরোয়াভাবে ট্রাক চালায়৷ যার পরিণতিতে ঝরে যায় ৪০ কিশোরের প্রাণ৷
আর যে ড্রাইভার ট্রাক চালচ্ছিল সে আসলে ড্রাইভার না, সে হচ্ছে হেলপার৷ তার কোন ড্রাইভিং লাইসেন্স নেই বলে পুলিশ জানায়৷ দুর্ঘটনার পর সে গা ঢাকা দিয়েছে৷ পুলিশ তাকে এখনো আটক করতে পারিনি৷
‘নিরাপদ সড়ক চাই' আন্দোলনের প্রধান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনায় ড্রাইভারের অবহলায় কারুর মৃত্যু হলে সর্বোচ্চ শাস্তি ৩ বছরের কারাদণ্ড৷ আর মোবাইল ফোনে কথা বলা অবস্থায় গাড়ি চালালে শাস্তি ৫০০ টাকা জরিমানা৷ তারও প্রয়োগ নাই৷ এই আইন দিয়ে সড়ক দুর্ঘটনা রোধ সম্ভব নয়৷
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনও মনে করেন, সড়ক দুর্ঘটনা রোধে আরো কঠোর আইন প্রয়োজন৷ তিনি বলেন, শুধু ড্রাইভার নয় মালিকদের অবহেলার জন্যও শাস্তির বিধানের চিন্তা করছে সরকার৷
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার মিরসরাইয়ে গিয়ে শোকার্ত পরিবারদের সঙ্গে দেখা করছেন৷ তিনি সেখানে সড়ক দুর্ঘটনা রোধে কঠোর আইন করার কথা বলেছেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক