1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যোগাগুরু রামদেব গ্রেপ্তার

১৩ আগস্ট ২০১২

দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে দিল্লির রামলীলা ময়দানে চারদিন অনশন করার পর, আজ যোগাগুরু রামদেব ও তাঁর সমর্থকরা মিছিল করে সংসদ ভবনের দিকে যাবার চেষ্টা করলে পুলিশ তাঁদের পথ আটকায় এবং গুরু রামদেব ও কিছু সমর্থকে আটক করে৷

https://p.dw.com/p/15okn
ছবি: AP

দুর্নীতির বিরুদ্ধে আন্দালনের দ্বিতীয় পর্বে, আন্না হাজারের ‘ব্যাটল' এখন যোগাগুরু রামদেবের হাতে৷ চারদিন অনশনের পর সরকারের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে দিল্লির রামলীলা ময়দান থেকে আজ দুপুর নাগাদ বাবা রামদেবের মিছিল সংসদ ভবনের সামনে ধরনা দেবার জন্য যাবার চেষ্টা করে৷ পুলিশ মাঝপথে তাঁদের আটকে দেয়৷

বাবা রামদেবের বক্তব্য, ‘‘কেন্দ্রীয় সরকার শুনছে না৷ আমরা সংসদ ভবনের সামনে ধরনা দিয়ে দেশবাসীর আওয়াজ পৌঁছে দিতে চাই৷ মিছিল শান্তিপূর্ণ৷ হিংসা বা অশান্তি করার কোনো অভিপ্রায় নেই৷ তবু পুলিশ যেতে দিচ্ছে না৷’’

১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে পুলিশ বাবা রামদেব ও তাঁর কিছু সমর্থকদের স্থানীয় একটি স্টেডিয়ামে নিয়ে গিয়ে আটকে রাখে৷ আইনি অর্থে ঠিক গ্রেপ্তার নয়৷ যেহেতু শান্তিভঙ্গ করেনি৷ যদিও শান্তিভঙ্গের আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা ছিল ব্যাপক৷ ২২ হাজার পুলিশ ছাড়াও ছিল কমান্ডো বাহিনী৷

Proteste Neu Delhi Indien
বাবা রামদেবের আন্দোলনের প্রতি সমর্থন জানায় বিভিন্ন রাজনৈতিক দলছবি: picture-alliance/dpa

দুর্নীতি ও কালো টাকা উদ্ধার ইস্যু নিয়ে আজ উত্তাল হয়ে ওঠে সংসদের অধিবেশন৷ বিজেপি এবং অন্য বিরোধী দল সরকারের কাছে জানতে চায়, কালো টাকা উদ্ধারের জন্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে৷ এবিষয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেবারও দাবি জানায় তারা৷ সরকার এবিষয়ে শ্বেতপত্র প্রকাশ করার আশ্বাস দেয়৷

বাবা রামদেবের আন্দোলনের প্রতি সমর্থন জানায় বিভিন্ন রাজনৈতিক দল৷ আজ অনশন মঞ্চে আসেন বিজেপি সভাপতি নিতীন গডকড়ি ও সংযুক্ত জনতা দলের প্রধান শরদ যাদব৷ বাবা রামদেব সামাজিক বিপ্লবের ডাক দিয়ে বলেন, তাঁদের রাজনৈতিক অ্যাজেন্ডা নেই৷ তবে দেশের মানুষই দুর্নীতিগ্রস্ত সরকারকে সামাজিক ও রাজনৈতিকভাবে বহিষ্কার করবে৷ আর ২০১৪ সালের সাধারণ নির্বাচনেই তা বোঝা যাবে৷

পর্যবেক্ষকদের অবশ্য ধারণা, কংগ্রেসকে গদিচ্যুত করে অ-কংগ্রেসী সরকার আনাই রামদেবের রাজনৈতিক অ্যাজেন্ডা৷

রামদেবের আসল নাম রামকৃষ্ণ যাদব৷ জন্ম ১৯৬৫ সালে হরিয়ানায়৷ শরীরকে সুস্থ ও সবল রাখতে যোগসাধনাকে তিনি দেশে-বিদেশে জনপ্রিয় করে তোলেন৷ হরিদ্বারে গুরুকুল কাংড়ি বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শাস্ত্র অধ্যয়ন করেন তিনি৷ যোগ সাধনার গবেষণার জন্য তিনি স্থাপন করেন পতঞ্জলি যোগপীঠ৷ যোগসাধনার গুরুত্ব ব্যাখ্যা করতে দেশে-বিদেশে যোগ শিবিরের আয়োজনও করেন বাবা রামদেব৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য