উত্তপ্ত রাজনীতি
১৮ মার্চ ২০১৩চলতি মাসে আগেই মোট ৫ দিন হরতাল করেছে বিরোধী দল৷ আর সোমবার থেকে শুরু হয়েছে সারাদেশে টানা ২ দিন বা ৪৮ ঘন্টার হরতাল৷ ঢাকায় অবশ্য এই হরতাল হবে ৩ দিন৷
গত ডিসেম্বরে ৩ দিন হরতাল এবং ১ দিন অবরোধ, জানুয়ারিতে ২ দিন হরতাল এবং ফেব্রুয়ারিতে ৭ দিন হরতাল করেছে বিরোধী দল৷
বিরোধী দলীয় নেতা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার মানিকগঞ্জের সিংগাইরের জনসভায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা বা সংলাপের বিষয় নাকচ করে দিয়ে সরকার পতনের মাধ্যমেই দাবি আদায়ের ঘোষণা দিয়েছেন৷ এতে জান-মালের কিছু ক্ষতি হলেও দেশের জন্য জনগণকে এই ক্ষতি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন৷ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আলোচনার দরজা সব সময় খোলা থাকার কথা বলেছেন৷ তবে কোনো শর্ত দিয়ে আলোচনা করার বিরুদ্ধে তাদের অবস্থান অনড় আছে আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হরতালে জান-মালের ক্ষতির দায় নিতে হবে খালেদা জিয়াকে৷
সুশাসনের জন্য নাগরিক-সুজন-এর প্রধান ড. বদিউল আলম মজুমদার এই পরিস্থিতিকে আশঙ্কাজনক উল্লেখ করে বলেন, সরকার এবং বিরোধী দল এখন অস্তিত্ব রক্ষার যুদ্ধে নেমেছে৷ বিরোধী দল মনে করছে, সরকারের পতন ঘটানো না গেলে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসতে পারবেনা৷ আর সরকারী দল মনে করে, কোনো চাপ বা আন্দোলনের মুখে পিছু হটলে নির্বাচনে তাদের ভরাডুবি হবে৷ ফলে সরকার এবং বিরোধী দল এখন মুখোমুখি অবস্থানে ৷ কেউ কাউকে ছাড় দেবেনা৷ যার অনিবার্য পরিণতি আরো সংঘাত, আরো রক্তপাত৷
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাও মনে করেন আরো বড় ধরণের সংঘাতের দিকেই যাচ্ছে দেশ৷ এবারের নির্বাচনপূর্ব চিত্র আগের চেয়ে আলাদা৷ যুদ্ধাপরাধীদের বিচার এবং শাহবাগের গণজাগরণ মঞ্চের বিপরীতে জামায়াতে ইসলামী এবং হেফাজতে ইসলামের অবস্থান৷ আওয়ামী লীগসহ ১৪ দল শাহবাগ গণজাগরণ মঞ্চের পক্ষে অবস্থান দিয়েছে৷ আর মিত্র জামায়াতের জন্য বিএনপির নেতৃত্বে ১৮ দল এর বিপক্ষ অবস্থান নিয়েছে৷ যা দেশের মানুষের মধ্যেও একধরণের বিভাজন সৃষ্টি করেছে৷ তাই এই সংঘাত তৃণমূলে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তাঁর৷
এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আপাতত কোন পথ দেখছেন না ড. বদিউল আলম মজুমদার৷ তিনি মনে করেন, হয়তো সংঘাতের মাধ্যমেই জয় পরাজয় নির্ধারণ হতে পারে৷ আর যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে ভিন্ন কথা৷
আর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ জানান, এরই মধ্যে আন্তর্জাতিক নানা মহল সক্রিয় হয়েছে৷ তারা তাদের কাজ শুরু করে দিয়েছেন৷ তবে সংঘাত বন্ধ করে সমঝোতার জন্য তাদের কাজ কবে দৃশ্যমান হবে তা এখনো নিশ্চিত করে বলা যায়না৷ আর তারা সক্রিয় হলেই সংঘাত থেমে যাবে তাও নয়৷ তিনি ধারণা করেন এমনও হতে পারে যে শেষ পর্যন্ত সমস্যা সমাধানে জাতিসংঘ রেফারির ভূমিকায় নামতে পারে৷ নির্বাচন হতে পারে তাদের তত্ত্বাবধানে৷ কিন্তু তার পথ আমাদের সংবিধানে নেই৷ সুতরাং পরিস্থিতি কতদূর গড়াবে তা ভবিষ্যতই বলে দেবে৷
এদিকে সোমবার ৪৮ ঘন্টার হরতাল শুরুর আগে রোববার দুপুর থেকেই হরতালের সমর্থনে সহিংসতা শুরু হয়৷ রোববার সন্ধ্যা পর্যন্ত ঢাকায় ৮টি বাসে আগুন দেয়া হয়৷