1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংকট সত্যিকারের বিরোধী দলের

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৩০ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনে বিশ্লেষকরা আবার বললেন, সংসদকে কার্যকর করতে ‘সত্যিকারের' বিরোধী দল দরকার, কেননা, সরকারকে পথে রাখতে কার্যকর বিরোধী দলের বিকল্প নেই৷

https://p.dw.com/p/3CSTE
Opposition Partei BNP Menschenkette
ছবি: bangla.bdnews24.com

বুধবার বিকেল ৩টায় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়  ফজলে মো. রাব্বি মিয়ার সভাপতিত্বে৷ সবাইকে স্বাগত জানানোর পর স্পিকার নির্বাচন করা হয়৷ ড. শিরিন শারমিন চৌধুরী টানা তৃতীয়বারের মত স্পিকার নির্বাচিত হন৷ সংসদ অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতুবি করে রাষ্ট্রপতি তাঁকে শপথ পড়ান৷ এরপর স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় সংসদের অধিবেশন৷ এ পর্যায়ে ফজলে মো. রাব্বি মিয়াকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়৷ তিনি দশম সংসদেও ডেপুটি স্পিকার ছিলেন৷

সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ এবং হুইপদের নির্বাচন চূড়ান্ত হয় সংসদীয় দলের সভায়৷

সংসদ অধিবেশনের শুরুতেই সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় উপনেতা জি এম কাদেরসহ সরকারি ও বিরোধী দলের বেশিরভাগ সংসদ সদস্য উপস্থিত ছিলেন৷ অসুস্থতার কারণে বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদ প্রথম অধিবেশনে ছিলেন না৷ দশম সংসদের মতো এবারো সংসদে বিরোধী দল হিসেবে আছে জাতীয় পার্টি৷ আগের সংসদে তারা বিরোধী দল থাকলেও একই সঙ্গে সরকারেও ছিল৷ কিন্তু এবার তারা সরকারে নেই৷

‘প্রয়োজন সরকারের গঠনমুলক সমালোচনা, যৌক্তিক বিরোধিতা’

কিন্তু বিশ্লেষকরা  সন্দিহান যে, জাতীয়পার্টি এবারের সংসদে  সত্যিকার অর্থে কতটা বিরোধী দল হয়ে উঠতে পারবে৷ দশম সংসদের সময় অনেকেই তাদের ‘গৃহপালিত' বিরোধী দল বলতেন৷ এবারের সংসদে কি তারা সত্যিকার বিরোধী দল হতে পারবে? বিরোধী দল সংসদে গঠনমূলক সমালোচনা করে সরকারকে সঠিক পথে রাখে৷ সরকারকে জবাবদিহিতার মুখে ফেলে৷ এবার কি সেটা সম্ভব হবে?

আইনের তরুণ শিক্ষার্থী এস এম শাহারুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি চাই, সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হোক৷ কোনো একটি একক দল চাইলো আর সংখ্যাগরিষ্ঠতার জোরে তা পাশ হয়ে গেল – এমন অবস্থা আমি চাই না৷ যৌক্তিক বিষয়গুলো যেন সবাই মেনে নেয়৷''

তিনি বলেন, ‘‘আর এজন্য প্রয়োজন সরকারের গঠনমুলক সমালোচনা, যৌক্তিক বিরোধিতা৷ জাতীয় পার্টি বিরোধী দলে বসলেও তারা তো এই সরকারের সঙ্গে মহাজাটের হয়েই নির্বাচন করেছে৷ তারা বিরোধী দল হলেও সরকারের জোটেই আছে৷ আমার মনে হয়েছে বিরোধী দল হতে হবে একই দল বা জোটের বাইরে থেকে, আরেকটি দল বা জোট থেকে৷ তাহলে সত্যিকারের বিরোধী দল হবে৷''

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমার মনে হচ্ছে এবারের সংসদেও বিরোধী দল সোনার পাথর বাটি হবে৷ তারপরও আমাদের অপেক্ষা করতে হবে এই বিরোধী দল সত্যিকারের বিরোধী দল, না পাতানো বিরোধী দল হবে৷ এরা বিরোধী দল হিসেবে বিরোধিতা করবে না, সরকারের মহাজোটের অংশ হিসেবে বিরোধিতা করবে৷ তারা সংসদীয় কমিটিগুলোকে কতটা কার্যকর করতে পারে সেটা দেখার বিষয়৷''

তিনি বলেন, ‘‘আমি চাই সংসদীয় প্রিভিলেজ কমিটি, যেখানে সংসদ সদস্যদের আচার-আচরণ শেখানো হয়, সেটা যেন স্ট্রং করা হয়৷ সংসদের জন্য অবমাননাকর হয় এমন কিছু যাতে সংসদ সদস্যরা না করেন, সেজন্য এই কমিটিকে কার্যকর ভূমিকা নিতে হবে৷''

‘চাই সংসদীয় প্রিভিলেজ কমিটি যেখানে সাংসদদের আচার আচরণ শেখানো হয় যেন স্ট্রং করা হয়’

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘আমি চাই একটা কার্যকর সংসদ হোক, যেখানে সরকারকে জবাবদিহিতার আওতায় আনা যায়৷ সংসদ যেন নির্বাহী বিভাগের আজ্ঞাবহ না হয়৷''

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন ডয়চে ভেলেকে বলেন, ‘‘সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থায় সংসদই হওয়া উচিত সরকারের সব ধরনের কাজের কেন্দ্র৷ আর সে কারণে সংসদ জনপ্রতিনিধিত্বশীল হওয়া উচিত৷ যখন আমরা দেখি সংসদে শতকরা ৬০ ভাগ ব্যবসায়ী, তখন কিন্তু একটা আশঙ্কা থাকে যে, রাজনীতিটা রাজনীতিবিদদের হাত থেকে ব্যবসায়ীদের হাতে চলে গেল৷ আর সেই সংসদ জনগণের স্বার্থ কতটা রক্ষা করতে পারবে?''

তিনি সংসদে বিরোধী দলের প্রশ্নে বলেন, ‘‘এখন যেরকম বিরোধী দল, সেটা যে ঠিকমতো কাজ করে না তা আমরা দশম সংসদেও দেখেছি৷ এবার জাতীয়পার্টি সরকারে না থাকলেও মহাজোটে তো আছে৷''

জাতীয় সংসদে নতুন ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানাতে গিয়ে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘‘সংসদ প্রাণবন্ত ও কার্যকর হোক, আমরা সেটাই চাই৷ বিরোধী দল হিসেবে আমরা সংখ্যায় কম হলেও সংসদকে কার্যকর রাখতে কোনো বাধা হবে না বলে আমরা মনে করি৷ আমরা সঠিকভাবে জনগণের কথা তুলে ধরতে পারলে সংসদ প্রাণবন্ত হবে৷ তবে জনগণের পক্ষে কথা বলতে আমাদের প্রত্যাশা অনুযায়ী সময় দিতে হবে৷'' 

আর সংসদনেতা ও প্রধানমন্ত্রী নতুন স্পিকারকে ধন্যবাদ দিতে গিয়ে বলেন,‘‘বিরোধী দলকে আশ্বাস দিতে পারিম আপনারা যথাযথভাবে সরকারের সমালোচনা করতে পারবেন৷ এখানে আমরা কোনো বাধা সৃষ্টি করবো না৷ অতীতেও কোনো দিন আমরা বাধা দেইনি৷'' 

‘এখন যেরকম বিরোধী দল, সেটা যে কাজ করে না তা দশম সংসদেও দেখেছি’

স্পিকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘সংসদ নেতা হিসেবে আমার দায়িত্ব হচ্ছে সব সদস্যের অধিকার দেখা, সেইসঙ্গে স্পিকার হিসেবে সরকারি দল ও বিরোধী দলসহ সব সদস্য যাতে সমান সুযোগ পায়, অবশ্যই আপনি সেটা দেখবেন৷ এ ব্যাপারে আপনাকে আমরা সব রকম সহযোগিতা করবো– সেই আশ্বাস আমি দিচ্ছি৷''

বিএনপি'র মানববন্ধন

সংসদ অধিবেশন শুরুর দিন বুধবার সকালে ‘ভুয়া ভোটের সংসদ'-এর প্রতিবাদে বিএনপি  মানববন্ধন করে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে৷ মানববন্ধন চলাকালে  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘সংসদ বাতিল করে নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠনের আহ্বান জানাচ্ছি৷ আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের অধিকার আদায় করি৷''

তিনি আরো বলেন, ‘‘আজকে একটি সংসদ বসতে চলেছে, যে সংসদ জনগণের কোনো প্রতিনিধিত্ব করে না৷ ৩০ ডিসেম্বর যে নির্বাচন হয়েছে, তা ভোট ডাকাতির ভুয়া নির্বাচন৷ শুধু নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে সম্পন্ন ভোট ডাকাতির নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করে আওয়ামী লীগ পার্লামেন্ট দখলদারি সরকার বসিয়েছে৷''

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘‘২৯ তারিখ রাতে প্রশাসন, আওয়ামী বাহিনী ভোট ডাকাতি করেছে৷ দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে৷ ৩০ তারিখ কোনো নির্বাচন হয়নি৷ এটি তথাকথিত সংসদ৷ একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য