1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রীলঙ্কার পুলিশ প্রধান গ্রেপ্তার

৩ জুলাই ২০১৯

ইস্টার সানডেতে সন্ত্রাসী হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় শ্রীলঙ্কার পুলিশ প্রধান পুজিত জয়াসুন্দরা  ও সাবেক প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দোকে আটক করা হয়েছে৷

https://p.dw.com/p/3LV1c
Sri Lanka  l Anschlag Terror Ostern
ছবি: Getty Images/AFP/J. Samad

তাঁদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয় বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে৷ আগামী সোমবার তাঁদের আদালতে হাজির করার কথা রয়েছে৷

দেশটির আরো সাত কর্মকর্তার বিরুদ্ধে এ বিষয়ে দায়িত্ব অবহেলার অভিযোগ আনা হয়েছে, যাদের দ্রুতই বিচারের মুখোমুখি করা হবে৷

গত ২১ এপ্রিল শ্রীলঙ্কার  তিনটি গির্জা ও হোটেলে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ২৫০ জন নিহত হয়৷

দেশটির অ্যাটর্নি জেনারেল ডাপ্পুলা ডি লিভেরা বলেন, ঘটনার আগে, ৪ এপ্রিল গোয়েন্দা দপ্তর থেকে হামলার ব্যাপারে সতর্ক করা হয়েছিল৷ কিন্তু হামলা মোকাবেলার বিষয়ে ওই দুই ব্যক্তি সময়মতো পদক্ষেপ নেননি৷ তার আগে গ্রেপ্তারকৃত পুলিশ প্রধান ও সাবেক সেনা সচিব সন্ত্রাসী হামলা ঠেকানোর দায়িত্বে অবহেলার জন্য দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাকে দায়ী করেছিলেন৷

দায়িত্বে পালনে ‘স্পষ্ট অবহেলা'

গোয়েন্দা সংস্থার সতর্কবার্তা ছাড়াও দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করা হয়েছিল বলেও জানিয়েছে শ্রীলঙ্কা পুলিশ৷   কর্তৃপক্ষ জানায়, দেশটির মুসলিম সম্প্রদায়ের নেতারা  জাহরান হাশিমের বিষয়ে পুলিশকে সতর্ক করেছিলেন৷ জাহরান হাশিম ২১ এপ্রিলের হামলার সাথে জড়িত ছিলেন৷ কিন্তু হামলার আগে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে দেখা যায়নি৷ ২১ এপ্রিলের হামলার প্রেক্ষিতে প্রতিরক্ষা সচিব ফার্নান্দো পদত্যাগ করেন আর পুলিশ প্রধান জয়াসুন্দরাকে ছুটিতে পাঠানো হয়৷

আরআর/এসিবি (এএফপি/এপি/ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য