1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজশ্রীলঙ্কা

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনে

২২ জুলাই ২০২২

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হলেন পদুজানা পেরামুনা পার্টির দিনেশ গুনাবর্ধনে৷ শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক এই মন্ত্রী৷

https://p.dw.com/p/4EVwR
Sri Lanka Dinesh Gunawardena designierter Premier
ছবি: DINUKA LIYANAWATTE/REUTERS

প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, আইনপ্রণেতা, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে শপথ নিয়েছেন তিনি৷

দ্বীপদেশটির দীর্ঘদিনের সাংসদ দিনেশ গুনাবর্ধনের কার্যালয় তার এই শপথ নেয়ার খবরটি নিশ্চিত করেছে৷

বিক্ষোভের মুখে মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন রনিল বিক্রমাসিংহে৷ তারপর প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেও পদত্যাগে বাধ্য হওয়ায় প্রেসিডেন্টের দায়িত্ব দেয়া হয় রনিল বিক্রমাসিংহেকে৷ দিনেশ গুনাবর্ধনে এবার রনিলের ছেড়ে আসা দায়িত্ব পেলেন৷

এসিবি/এফএস (রয়টার্স)