1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শোয়ারৎসেনেগার'এর নতুন উদ্যোগ

৩ আগস্ট ২০১২

বডিবিল্ডার থেকে ফিল্মস্টার হয়ে রাজনীতিক, এবং আবার ফিল্মস্টার আর্নল্ড শোয়ারৎসেনেগার এবার ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফর্নিয়ায় রাষ্ট্র - তথা বিশ্বনীতি সংক্রান্ত একটি গবেষণা প্রতিষ্ঠান সৃষ্টি করতে চলেছেন৷

https://p.dw.com/p/15jNR
ছবি: AP

খবরটা শুনে যারা মুচকি হাসবেন, তাদের স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে যে, অস্ট্রিয়ার স্টায়ারমার্কে এক পুলিশ কনস্টেবলের সন্তান হিসেবে যার জন্ম, সে বডিবিল্ডিং'এ এসে বিশ্বের সর্বকালের সবচেয়ে সফল বডিবিল্ডার হয়: মিস্টার ইউরোপ, মিস্টার ইন্টারন্যাশনাল, মিস্টার ওয়ার্ল্ড, মিস্টার ইউনিভার্সুম এবং মিস্টার অলিম্পিয়া, এ সব খেতাব একাধিকবার জয় করেছেন আর্নল্ড শোয়ারৎসেনেগার৷ তারপর মার্কিন মুলুকে গিয়ে বাড়ি ভাড়া দেওয়া ও কেনাবেচার ব্যবসা করে প্রচুর অর্থোপার্জন করেছেন৷ অথচ প্রথম যখন হলিউড ছবিতে নামেন, তখন তাঁর ইংরিজিতে এমন জার্মান টান ছিল যে, অন্য লোককে দিয়ে সংলাপ বলিয়ে নিতে হয়েছিল৷

Bildergalerie Arnold Schwarzenegger Bodybuilder 2
এককালের বডিবিল্ডার শোয়ারৎসেনেগারছবি: Hulton Archive/Getty Images

কখনো হারকিউলিস, কখনো কোনান দ্য বার্বেরিয়ান, কখনো টার্মিনেটর সেই আর্নল্ড শোয়ারৎসেনেগার যে একদিন কেনেডি পরিবারের এক মহিলাকে বিবাহ করবেন অথবা ক্যালিফর্নিয়ার গভর্নর হবেন, এটাই বা ক'জন ভাবতে পেরেছিল? এবং আজকে যারা শোয়ারৎসেনেগারের রাজনৈতিক থিঙ্ক-ট্যাঙ্কের কথা ভেবে উচ্চাঙ্গের হাসি হাসছেন, তাদের স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে, বডিবিল্ডার এবং ফিল্মস্টার মানুষটি কিন্তু বহুদিন ধরেই মার্কিন রিপাবলিকান দলের সদস্য৷ আবার যে মারিয়া শ্রাইভারকে বিয়ে করেছেন, তিনি ডেমোক্র্যাট৷

ক্যালিফর্নিয়ার গভর্নর হিসেবে শোয়ারৎসেনেগার যখন কাজ শুরু করেন, তখন আর্থিক দিক দিয়ে ক্যালিফর্নিয়ার হাঁড়ির হাল অনেকেরই মনে থাকতে পারে৷ আরো বড় কথা, রিপাবলিকান গভর্নর শোয়ারৎসেনেগার ডেমোক্র্যাটদের সঙ্গে একত্রে কাজ করে ক্যালিফর্নিয়ার সুবিখ্যাত উষ্ণায়ন রোধ আইন, ২০০৬ সালের সেই এবি৩২ আইন প্রণয়ন করেন৷

শোয়ারৎসেনেগার এবার বলেছেন, ক্যালিফর্নিয়ার গভর্নর থাকাকালীন তিনি শিখেছেন, একমাত্র পরস্পরের সঙ্গে সুচিন্তিত এবং সম্মানশীল সংলাপের মাধ্যমেই সাধারণ সমস্যাগুলির সমাধান সম্ভব৷ তাঁর নতুন প্রতিষ্ঠান পার্টিজানশিপ বা দলীয় মনোবৃত্তি থেকে বেরিয়ে আসার পথ খুঁজবে৷ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বর্তমানে এই পার্টিজানশিপকেই সবচেয়ে বড় বাধা বলে গণ্য করা হচ্ছে: রিপাবলিকান অথবা ডেমোক্র্যাট, কোনো দলই তাদের গণ্ডি ছেড়ে বেরিয়ে আসতে রাজি নয়, আপোশ করতে রাজি নয়৷ কাজেই শোয়ারৎসেনেগারের ইনস্টিটিউট যে মোড়টা নিতে চাইছে, ফেরাতে চাইছে, তা'তে অ্যামেরিকার মঙ্গল বৈ অমঙ্গল নেই৷

তবে ‘লাস্ট অ্যাকশন হিরো'-র ফ্যানদেরও চিন্তা করার কোনো কারণ নেই৷ ‘দ্য এক্সপেন্ডেবলস ২'-তে শোয়ারৎসেনেগার'কে শীঘ্রই দেখা যাবে তাঁর প্রাণের বন্ধু সিলভেস্টার স্ট্যালোনের সঙ্গে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী (ডিপিএ, রয়টার্স, এপি)
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য