1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষ মুহুর্তের প্রচারণায় ওবামা ও ম্যাককেইন

ফাহমিদা সুলতানা১ নভেম্বর ২০০৮

ডেমোক্রাট ওবামা ও রিপাবলিকান জন ম্যাককেইনের মধ্যে দুরত্ব শতকরা ৫ভাগ৷ গত শুক্রবারের শতকরা ৭ ভাগ দুরত্বের চেয়ে আজকের ব্যবধান কম৷

https://p.dw.com/p/Flpq
ওবামা ও ম্যাককেইনছবি: AP Graphics/DW

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা ও রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন নির্বাচনের আগের সপ্তাহন্তটি সবচেয়ে গুরুত্তপূর্ণ রাজ্যগুলোতে প্রচারণা চালাবেন৷ ওবামা তার সমর্থকদের প্রতি মুহুর্তেই মনে করিয়ে দিচ্ছেন যে , নির্বাচন শেষ হয়ে গেছে এই কথা যেন কেউ এক সেকেন্ডের জন্যেও মনে না করেন৷ অনেক জরিপেই দেখা গেছে, জনমত জরীপ এবং জনগণের সমর্থনে ওবামার আস্থা বাড়ছে৷

Bildgalerie USA Wahlen Obama McCain Weißes Haus 3
কে আসছেন হোয়াইট হাউসে?ছবি: AP

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জনমত জরিপে ডেমোক্র্যাট পদপ্রার্থী বারাক ওবামার এগিয়ে থাকার মধ্যে দিয়েই নির্বাচনের আগের শেষ সপ্তাহান্তটি অতিক্রান্ত হচ্ছে৷ কয়েকঘন্টা আগে প্রকাশিত কয়েকটি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, ডেমোক্রাট ওবামা ও রিপাবলিকান জন ম্যাককেইনের মধ্যে দুরত্ব শতকরা ৫ভাগ৷ গত শুক্রবারের শতকরা ৭ ভাগ দুরত্বের চেয়ে আজকের ব্যবধান কম৷ দুই প্রার্থীই এই শেষ সপ্তাহান্তে গুরুত্বপূর্ণ রাজ্যগুলো থেকে প্রচারণা চালানোর পরিকল্পনা করেছেন৷ ওবামা সপ্তাহান্তে প্রচারণা চালাবেন নেভাদা, কলোরাডো ও মিসৌরিতে ৷ আর ম্যাককেইনের পরিকল্পনা রয়েছে ভার্জিনিয়া ও পেনসিলভেনিয়াতে প্রচারণা চালানোর৷

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাটিক পার্টির বারাক ওবামা যে ইতিহাস গড়তে যাচ্ছেন সে ব্যাপারে অনেকটা নিশ্চিত হয়ে গেছে ওবামা শিবির৷ জরিপের গড় করে দেখা গেছে, ওবামা পেতে পারেন ৩৩৩ আসন (ইলেকটোরাল কলেজ ভোট) আর ম্যাককেইন পেতে পারেন মাত্র ১৭৮ আসন৷ জয়ের জন্যে দরকার ২৭০ আসন৷

তবে এই জরিপের ফলাফলে ম্যাককেইন মোটেই ঘাবড়ে যাননি৷ সামনের কয়দিনে এই ব্যবধান কাটিয়ে উঠতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন৷