1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেষ ওভারে বল করে উইকেট শচিন-পুত্র অর্জুনের

১৯ এপ্রিল ২০২৩

আইপিএলে তার দ্বিতীয় ম্যাচে উইকেট পেলেন শচিন-পুত্র অর্জুন টেন্ডুলকর। শেষ ওভারে বল করে দলকে জেতালেন।

https://p.dw.com/p/4QH49
উইকেট পাওয়ার পর অর্জুনকে জড়িয়ে ধরছেন রোহিত শর্মা।
উইকেট পাওয়ার পর অর্জুনকে জড়িয়ে ধরছেন রোহিত শর্মা। ছবি: Noah Seelam/AFP

অর্জুনের আইপিএল অভিষেক হয়েছিল কেকেআরের বিরুদ্ধে। ওই ম্যাচে দুই ওভার বল করেও কোনো উইকেট পাননি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও দলে ছিলেন তিনি। প্রথমে দুই ওভার বল করেও কোনো উইকেট পাননি। তবে ভালো বল করছিলেন। একেবারে শেষ ওভারে অর্জুনের হাতেই বল তুলে দেন রোহিত শর্মা।

শেষ ওভারে হায়দরাবাদকে জেতার জন্য ২০ রান করতে হতো। কিন্তু শচিন-পুত্রের ওভারে তারা মাত্র পাঁচ রান করতে পেরেছে। হারাতে হয়েছে একটি উইকেট। ভুবনেস্বর কুমার আউট হন অর্জুনের বলে। কভারে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মা ক্যাচ ধরেন। তারপরই উচ্ছ্বসিত রোহিত ছুটে যান অর্জুনের কাছে।

অর্জুন যখন এই উইকেট নিচ্ছেন, তখন ডাগআউটে শচিন বসে। তিনি মুম্বই দলের পরামর্শদাতা।

সাংবাদিক সম্মেলন করতে এসে অর্জুন জানিয়েছেন, ''আইপিএলে প্রথম উইকেট পেয়ে অসম্ভব ভালো লাগছে। শেষ ওভারে আমার সামনে একটাই রাস্তা ছিল, পরিকল্পনা অনুসারে বল করে যাওয়া। আমাদের পরিকল্পনা ছিল, একটু ওয়াইড বল করে যাওয়া, যেদিকে বাউন্ডারিটা সবচেয়ে বড়, সেদিকে খেলতে ব্যাটারদের বাধ্য করা। বাউন্ডারিতে ফিল্ডার থাকবে। তাহলে বেশি রান আসবে না।''

অর্জুন বলেছেন, ''ক্যাপ্টেন চাইলে আমি যে কোনো সময় বল করতে পারি। আমি একটা পরিকল্পনা মেনে বল করার চেষ্টা করি। বাবার সঙ্গে আমি ক্রিকেট নিয়ে আলোচনা করি। বাবা আমাকে কৌশল বলে দেন। প্র্যাক্টিসে যে বলগুলো করার চেষ্টা করি, বাবা ম্যাচে সেই ধরনের বল করার জন্য আমায় বলেন।''

অর্জুন বলেছেন, তিনি গুড লেন্থ ও লাইনে বল করতে চান। তাতে যদি সুইং পাওয়া য়ায় তো খুবই বালো, না পেলেও ক্ষতি নেই।

এবার আইপিএলে বেশির ভাগ ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়াচ্ছে। শেষ ওভারে ৩০ রান তুলে কেকেআর জিতেছে। ফলে শেষ ওভার বল করতে গেলে একটা বাড়তি চাপ থাকে। কিন্তু অধিনায়ক রোহিত  শেষ ওভার অর্জুনকে দিয়ে একটা ফাটকা খেলেছিলেন। শান্ত থেকে পরিকল্পনামাফিক বল করে অর্জুন দলকে জেতাতে পেরেছেন। ফলে অর্জুন, রোহিত, শচিন এবং মুম্বইয়ের ফ্যানরা সকলেই খুশি।

জিএইচ/এসজি (পিটিআই, স্টার স্পোর্টস)