1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু হলো মুম্বই চলচ্চিত্র উৎসব

১৪ অক্টোবর ২০১১

বলিউডের প্রাণকেন্দ্রে চলচ্চিত্র উৎসব, অথচ উদ্বোধনী ছবি হলিউডের৷ তাও আবার বেসবলের মতো ভারতে অপরিচিত খেলা নিয়ে ছবি দিয়ে৷ ‘মানিবল’ নামের এই ছবির তারকা ব্র্যাড পিট৷

https://p.dw.com/p/12ruR
ব্র্যাড পিটছবি: picture alliance/dpa

আসলে খেলাধুলার জগতে এমন অনেক বিষয় আছে, যা বোধহয় সব খেলার জগতেই একরকম৷ বিশেষ করে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে জটিল রসায়ন, প্রথাগত ভাবনা-চিন্তা ভুলে নতুন কোনো পরীক্ষা-নিরীক্ষা করার পথে বাধা – এমন অনেক উদাহরণের কথা সবারই জানা আছে৷ ‘মানিবল' ছবির বিষয়বস্তুও সেরকম৷ বেসবল খেলোয়াড় হিসেবে চূড়ান্ত অসফল ছবির নায়ক ব্র্যাড পিট৷ কিন্তু হাল ছাড়তে প্রস্তুত নন তিনি৷ কোনোরকমে একটি টিমের জেনারেল ম্যানেজার হতে পেরেছিলেন৷ তারপর শুরু হলো নতুন লড়াই৷ টিমকে সফল করার লড়াই৷ তার জন্য প্রয়োজন ভালো খেলোয়াড়৷ শুধু খেলা দেখে নয়, খেলোয়াড়দের নানা দিকের বৈজ্ঞানিক বিশ্লেষণ করে টিম বাছাই করার প্রবণতা চালু করতে চেয়েছিলেন নায়ক৷ কিন্তু তার পদে পদে এল নানা বাধা৷ সেই বাধা তিনি কীভাবে অতিক্রম করেছিলেন, সেটাই দেখা যাচ্ছে এই ছবিতে৷ শুধু বেসবল কেন, ক্রিকেট, ফুটবল, হকি – প্রায় যে কোনো খেলার জগতেই কোচ বা ম্যানেজারের এমন প্রতিষ্ঠান-বিরোধী সংগ্রামের দৃষ্টান্ত কম নেই৷ ফলে এই ছবিটি বাণিজ্যিকভাবে এর মধ্যেই বেশ সফল হয়ে উঠেছে৷ পরিচালক হিসেবে জর্জ ক্লুনি'র প্রথম ছবি ‘আইডেস অফ মার্চ'ও উৎসবে দেখানো হচ্ছে৷ থাকছে বিটলস গোষ্ঠীর অন্যতম গায়ক জর্জ হ্যারিসন'কে নিয়ে তৈরি তথ্যচিত্র, যার পরিচালক মার্টিন স্করসেজি৷ ছবিতে বিটলস'এর সঙ্গে ভারত ও ভারতীয় আধ্যাত্মিকতার বিষয়টিও বেশ ভালভাবে উঠে এসেছে৷

Flash-Galerie Produzent Wolfgang Petersen
ছবি: picture-alliance/dpa

যাই হোক, মুম্বই চলচ্চিত্র উৎসব তো শুধু হলিউড নিয়ে মেতে থাকতে পারে না৷ বলিউডের কুশিলবদেরও বিশাল সমাগম দেখা গেল উদ্বোধনী অনুষ্ঠানে৷ প্রবীণ পরিচালক যশ চোপড়া উৎসবের উদ্বোধন করলেন৷ তাঁর সঙ্গে ছিলেন রমেশ সিপ্পি ও অভিনেত্রী দিয়া মির্জা৷ সদ্য প্রয়াত বেশ কয়েকজন শিল্পীর প্রতিও সম্মান জানানো হচ্ছে এই উৎসবে, যাদের মধ্যে অভিনেতা শাম্মি কাপুর, পরিচালক মণি কল ও বলিউডের সঙ্গে যুক্ত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন বিশেষ ভাবে উল্লেখযোগ্য৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান