1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু হল মহিলা বিশ্বকাপ – প্রথম খেলায় জার্মানির জয়

২৭ জুন ২০১১

আজ দ্বিতীয় দিনেও রয়েছে দুটি খেলা৷ বোখুমে স্থানীয় সময় দুপুর তিনটে'য় অনুষ্ঠিত হবে জাপান বনাম নিউজিল্যান্ডের খেলা৷ আর বিকেল ছ'টায় ভোলফ্সবুর্গে মেক্সিকো বনাম ইংল্যান্ড৷

https://p.dw.com/p/11k6m
প্রথম ম্যাচেই জয় হয়েছে জার্মানিরছবি: dapd

বিশ্বকাপের প্রথম দিনে ছিল দুটি খেলা৷ জার্মানি বনাম ক্যানাডা এবং ফ্রান্স বনাম নাইজেরিয়া৷ জার্মানি ও ফ্রান্স জিতেছে৷

নিউজিল্যান্ডের ক্যাপ্টেন রেবেকা স্মিথ আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, আজকের খেলায় তুখোড় পারফরমেন্স দেখাবে কিউয়িরা – সে বিষয়ে কোন সন্দেহ নেই৷

একথা সত্যি যে, গ্রুপ বি-তে টপ ফেভারিট জাপান, কিন্তু তারপরেও দমে যেতে রাজি নন কিউয়ি ক্যাপ্টেন স্মিথ৷ বেইজিং অলিম্পিকে জাপানের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং খেলার ফলাফল ছিল ২-২ অর্থাৎ ড্র৷

অন্যদিকে জাপানের ক্যাপ্টেন হোমারে সাওয়া জানিয়েছেন, জাপান এবারের বিশ্বকাপ জিতবে তার প্রথম প্রমাণ জাপান দেবে নিউজিল্যান্ডের সঙ্গে খেলে৷ বলা প্রয়োজন, এটা হবে ৩২ বছর বয়স্ক সাওয়ার পঞ্চম বিশ্বকাপ৷

বিকেল ছ'টার খেলায় মুখোমুখি হবে ইংল্যান্ড আর মেক্সিকো৷ ইংল্যান্ডের কোচ হোপ পাওয়েল সতর্কতার সঙ্গে জানিয়েছেন, মেক্সিকোর সঙ্গে আমাদের ভালো খেলতে হবে কারণ গ্রুপ বি-তে মেক্সিকো হল সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী৷ এর আগে ১৯৯৫ এবং ২০০৭ সালে মেক্সিকোর মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং দুবারই মেক্সিকো হেরেছে৷ আর শেষ আটের মধ্যে ইংল্যান্ডকে সবসময়ই দেখা গেছে৷

ইংল্যান্ডের প্রমীলা দলটি ফিফার ব়্যাংকিং-এ দশ নম্বরে রয়েছে৷ ক্যাপ্টেন ফে হোয়াইট বিশ্বাস করেন, এই বিশ্বকাপে ইংল্যান্ড কিছু চমক দেখাতে পারে৷ কারণ সম্প্রতি সাবেক বিশ্বকাপ বিজয়ী অ্যামেরিকা এবং পঞ্চম স্থান অধিকারি সুইডেনকে হারিয়েছে ইংল্যান্ড৷

প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ৷ এখানে ভাল খেললেই বোঝা যাবে আমাদের পরবর্তী খেলাগুলো কেমন হবে– জানিয়েছেন ফে হোয়াইট৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী