1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষককে মারধরের ঘটনায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

৩০ নভেম্বর ২০২২

মাদারীপুরে স্কুলের শিক্ষার্থীদের সামনে এক শিক্ষককে মারধরের ঘটনায় আওয়ামী লীগের উপজেলা কমিটির এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ শিক্ষার্থীদের পুরি-সিঙ্গারা খেতে নিষেধ করায় দোকানদারের ভাই শিক্ষকের ওপর ক্ষিপ্ত হন৷

https://p.dw.com/p/4KHCo
প্রতীকী ছবিছবি: Marvin Recinos/AFP/Getty Images

মঙ্গলবার রাতে উপজেলার কালিকাপুর গ্রামের বাড়ি থেকে ৬০ বছর বয়সি দেলোয়ার খাঁ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী৷

এর আগে সন্ধ্যায় উপজেলার ৪৩ নং সাবেক কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী এনামুল হক সদর থানায় দেলোয়ার খাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷

মামলার নথির বরাতে ওসি মনোয়ার জানান, দেলোয়ার খাঁর মামাতো ভাই আক্তার খাঁ একই বিদ্যালয়ের সামনে একটি পুরি-সিঙ্গারার দোকান চালান৷ এর মধ্যে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার কথা চিন্তা করে নিয়মিত পুরি-সিঙ্গারা খেতে নিষেধ করেন শিক্ষক এনামুল হক৷

এতে দেলোয়ার খাঁ ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে ক্লাস চলাকালে স্কুলে ঢুকে শিক্ষার্থীদের সামনে শিক্ষক এনামুল হককে এলোপাথারি কিল-ঘুষি ও চর-থাপ্পর মারেন৷ পরে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন৷

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক এনামুল হক সন্ধ্যায় সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ পুলিশ অভিযোগ আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে রুজু করে আলমগীর খাঁকে গ্রেপ্তার করে৷

এই বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা আওয়ামী লীগের একাংশের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম বলেন, ‘‘আলমগীর খাঁ আমাদের উপজেলা আওয়ামী লীগের সদস্য৷ তবে তার গ্রেপ্তারের বিষয়টি আমার জানা নেই৷”

শিক্ষককে লাঞ্ছিতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার বলেন, ‘‘শিক্ষককে এভাবে মারধর করা খুবই জঘন্য কাজ হয়েছে৷ অভিযুক্ত দেলোয়ার খাঁ ও তার সঙ্গে যারা জড়িত সকলের উপযুক্ত শাস্তি দাবি করছি৷”

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য