শরণার্থীদের জন্য মানসিক থেরাপি
৩ জুলাই ২০১৬জার্মানির শরণার্থী শিবিরগুলোতে হামলার ঘটনা বাড়ার প্রেক্ষিতে একটি সংগঠন জানিয়েছে, শরণার্থীদের জন্য আরো বেশি থেরাপি এবং ট্রমা বিশেষজ্ঞদের দরকার৷ জার্মানির একটি সংবাদপত্র সংগঠনটির উদ্বৃতি দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে৷
‘‘যুদ্ধপীড়িত এলাকা থেকে আসা একজন শরণার্থী যখন আবারো হামলার শিকার হন, তখন সরকারের দায়িত্ব হচ্ছে তাদের জন্য মানসিক থেরাপি নিশ্চিত করা'', বলেন ভাইসার রিংয়ের জাতীয় চেয়ারওম্যান রোসভিটা ম্যুলার-পিপেনক্যোটার৷
একটি জার্মান পত্রিকাকে তিনি জানান, এই মুহূর্তে শরণার্থীদের মানসিক থেরাপি তেমন একটা দেয়া হচ্ছে না৷ তিনি অবশ্য এটাও স্বীকার করেছেন যে, জার্মানিতে প্রশিক্ষিত ট্রমা থেরাপিস্টের অভাব রয়েছে৷
ম্যুলার-পিপেনক্যোটার মনে করেন, জার্মান সরকার থেরাপির প্রয়োজনীয়তার বিষয়টি অবমূল্যায়ন করেছে৷ ‘‘কেউ কেউ মনে করছেন, এটার প্রয়োজনীয়তা তেমন একটা নেই'', বলেন তিনি৷ সঙ্গে যোগ করেন, অপরাধ এবং সহিংসতার শিকার অন্যান্য ভুক্তভোগীরাও থেরাপির সুযোগ তেমন একটা পাচ্ছেন না৷
এদিকে, মঙ্গলবার জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা (বিএফভি) প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতবছর দেশটিতে উগ্র-ডানপন্থিদের দ্বারা সহংস হামলার পরিমাণ ৪২ শতাংশ বেড়েছে৷ রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা অধিকাংশক্ষেত্রে এ সব সহিংসতার শিকার হচ্ছেন৷
গত বছর শরণার্থী শিবিরগুলোর বিরুদ্ধে ৮৯৪টি অপরাধ ঘটেছে, আগের বছরের তুলনায় যা পাঁচগুণ বেশি৷
আরএস/এআই/ডিজি (এএফপি, ইপিডি, কেএনএ)
শরণার্থীদের জন্য মানসিক থেরাপির ব্যবস্থা করা কতটা যুক্তিসঙ্গত? আপনার মতামত জানান, লিখুন নীচের ঘরে৷