1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লোকসভা ভোট: রেকর্ড করলো কাশ্মীরের বারামুলা

২০ মে ২০২৪

পঞ্চম পর্বে রেকর্ড করলো কাশ্মীরের বারামুলা। বিকেল পাঁচটা পর্যন্ত এখানে ৫৪ দশমিক ২১ শতাংশ ভোট পড়েছে।

https://p.dw.com/p/4g4ma
শ্রীনগরে ভোটের লাইন।
বারামুলায় বিকেল পাঁচটা পর্যন্ত ৫৪ শতাংশের বেশি ভোট পড়েছে। ছবি: Salahuddin Zain/DW

বারামুলায় গত চার দশকে কখনো এত ভোট পড়েনি

এবার এই কেন্দ্র থেকে লড়ছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন জোকেপিডিপির ফৈয়াজ আহমেদ মির এবং জেকেওপি-র সাজ্জাদ লোন। বিজেপি কোনো প্রার্থী দেয়নি। কংগ্রেস ওমরকে সমর্থন করছে।

লাদাখে ৬৭ শতাংশ ভোট

লাদাখে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৭ শতাংশের বেশি। মুখ্য নির্বাচন অফিসার বলেছেন, প্রচুর মানুষ এখনো লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। তার আশা, শেষপর্যন্ত ভোটের হার ৭৫ শতাংশের কাছাকাছি গিয়ে দাঁড়াবে।

কাশ্মীরের নির্বাচনে জিতবে কে?

লাদাখে ৬৬ দিন ধরে আন্দোলন করা পরিবেশকর্মী সোনম ওয়াংচুক তার ভোট দিয়ে বলেছেন, ''গণতন্ত্রে অবাধ ও শান্তিপূর্ণ ভোট খুবই জরুরি।''

পশ্চিমবঙ্গে ভোটের হার

পশ্চিমবঙ্গের সাতটি কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটের হার ছিল ৭৩ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে আরামবাগে প্রায় ৭৭ শতাংশ। তারপরেই আছে বনগাঁ, প্রায় ৭৬ শতাংশ।

কমিশনে জমা পড়া অভিযোগের তালিকাতেও এক নম্বরে পশ্চিমবঙ্গ। বিকেল সাড়ে চারটে পর্যন্ত এক হাজার ৯১৩টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে দল হিসাবে সবচেয়ে বেশি করেছে সিপিএম, মোট ২৪৫টি।

জিএইচ/কেএম(পিটিআই, এএনআই)