1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়া নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা জি-৮ বৈঠকে

১৪ মার্চ ২০১১

প্যারিসে আজ থেকে শুরু হচ্ছে জি-৮ বৈঠক৷ এই বৈঠকে লিবিয়ায় সহিংসতা বন্ধে এবং সংকট সমাধানে আকাশসীমায় নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে৷

https://p.dw.com/p/10YhU
জি ৮ সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আজ প্যারিসে মিলিত হচ্ছেন (ফাইল ছবি)ছবি: AP

ফ্রান্সের রাজধানীতে আজ বৈঠকে বসবেন আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা৷ শীর্ষ আট ক্ষমতাধর দেশের পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের এই বৈঠকে কী সিদ্ধান্ত হয় এখন সেদিকেই দৃষ্টি লিবিয়ার গাদ্দাফি বিরোধীসহ সারা বিশ্বের৷

এর আগে আরব লিগের বৈঠকে নেতারা লিবিয়ার আকাশ সীমায় নিষেধাজ্ঞা আরোপের জন্য আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের প্রতি৷ আরব লিগের সেই সিদ্ধান্তকে স্বাগত জানায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যানাডা৷

আরব লিগের সাথে সুর মিলিয়ে ফ্রান্স বলেছে, জি-৮ এর বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোকে ফ্রান্স লিবিয়ার আকাশ সীমায় নিষেধাজ্ঞা আরোপের জন্য আহ্বান জানাবে৷ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আল্যাঁ জুপে বলেছেন, ‘‘লিবিয়ার সহিংস ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার আজ হুমকির মুখে৷ লিবিয়ার সাধারণ মানুষদের রক্ষা করে আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি সম্মান দেখানো উচিত৷''

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সহ যুক্তরাজ্য, ক্যানাডা, জার্মানি, ফ্রান্স, ইটালি এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দিচ্ছেন দু'দিনের বৈঠকে৷ বৈঠক শুরু হওয়ার আগে হিলারি ক্লিন্টন লিবিয়ার বিদ্রোহীদের প্রতিনিধিদের নিয়ে গঠিত জাতীয় পরিষদের নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে সংবাদ সংস্থাগুলো৷ পররাষ্ট্রমন্ত্রীরা ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি'র সঙ্গে আজ দিনের শেষে বৈঠকে বসবেন৷ এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে নৈশভোজে অংশ নিবেন তাঁরা৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন