1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিটন-মুশফিক রেকর্ড জুটির কল্যাণে অনায়াস জয়

২৫ ফেব্রুয়ারি ২০২২

দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম‍্যাচ বাকি থাকতেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে নিলো বাংলাদেশ৷ দুর্দান্ত সেঞ্চুরি করলেন লিটন, তাকে দারুণ সঙ্গ দিলেন মুশফিক৷

https://p.dw.com/p/47c8W
ওয়ানডেতে পঞ্চম সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাসছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

৮৮ রানের বড় জয়

‘‘এই উইকেটে ২৬০ রান ভালো স্কোর’’, টস জিতে ব‍্যাটিং নেওয়ার পর বলেছিলেন তামিম ইকবাল৷ তৃতীয় উইকেটে বাংলাদেশের প্রথম দুইশ ছোঁয়া জুটিতে দলকে ৩০৬ রানের সংগ্রহ এনে দেন লিটন দাস ও মুশফিকুর রহিম৷ ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটাকে ১৩৬ রান পর্যন্ত নিয়ে আউট হন ডানহাতি লিটন৷ মুশফিক খেলেন ৮৬ রানের চমৎকার ইনিংস৷

এলোমেলো বোলিং করা আফগানরা অতিরিক্ত থেকে দেয় ৩৩ রান৷ একবার করে জীবন পান লিটন ও মুশফিককে৷

বড় রান তাড়ায় প্রত‍্যাশিত শুরু পায়নি আফগানরা৷ কেবল একটা জুটি গড়ে ওঠে ফিফটি করা নাজিবউল্লাহ জাদরান ও রহমত শাহর ব‍্যাটে৷ সত‍্যিকার অর্থে জয়ের সম্ভাবনা সেভাবে কখনো জাগাতে পারেনি আফগানরা৷ 

আগেও কখনো তিনশ রান তাড়া করে জিততে না পারা দলটি ২৯ বল বাকি থাকতে গুটিয়ে যায় ২১৮ রানে৷ বাংলাদেশ পায় ৮৮ রানের জয়৷

Sport | Cricket,  Bangladesh gegen Afghanistan
মুশফিক ৮৬ রান করেনছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ৩০৬/৪ (তামিম ১২, লিটন ১৩৬, সাকিব ২০, মুশফিক ৮৬, মাহমুদউল্লাহ ৬*, আফিফ ১৩*; ফারুকি ১০-১-৫৯-১, ফরিদ ৮-০-৫৬-২, মুজিব ১০-০-৪৯-০, ওমরজাই ৭-০-৩৭-০, রশিদ ১০-০-৫৪-১, নবি ৪-০-২৬-০, রহমত ১-০-১০-০)

আফগানিস্তান: ৪৫.১ ওভারে ২১৮ (রহমত ৫২, রিয়াজ ১, শাহিদি ৫, ওমরজাই ৯, নাজিবউল্লাহ ৫৪, নবি ৩২, গুরবাজ ৭, রশিদ ২৯, মুজিব ৮, ফরিদ ৬*, ফারুকি ০; মুস্তাফিজ ৮-০-৫৩-১, শরিফুল ৭-০-৪৪-১, তাসকিন ১০-২-৩১-২, সাকিব ৯-০-২৯-২, মিরাজ ১০-০-৫২-১, মাহমুদউল্লাহ ১-০-২-১, আফিফ ০.১-০-০-১)

ম্যান অব দ্য ম্যাচ : লিটন দাস

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য