1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিটন আর মুশফিকের সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

২৩ মে ২০২২

টস জিতে ব‍্যাট করতে নেমে ৪২ মিনিটে মাত্র ২৪ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ৷ সেই অবস্থায় নান্দনিক ব্যাটিংয়ে দলকে কক্ষপথে ফেরান লিটন দাস৷ মিডল অর্ডারের সবচেয়ে বড় ভরসা মুশফিকুর রহিমও খেলেছেন মাস্টারক্লাস ইনিংস৷

https://p.dw.com/p/4Bk0l
ছবি: MUNIR UZ ZAMAN/AFP via Getty Images

দুজনের সেঞ্চুরিতে প্রথম প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ৷

২৪ রানে ৫ উইকেট হারানো দলকে পথে ফেরাতে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান মুশফিক শুরু থেকেই খেলেছেন আস্থার সঙ্গে৷ অন্যদিকে লিটনকে শুরুতে একটু নড়বড়ে মনে হচ্ছিল৷ তবে একবার থিতু হয়ে যাওয়ার পর আর পেছনে তাকাতে হয়নি লিটনকে৷ ৪৭ রানে একবার ক‍্যাচ তুলে দিয়ে বেঁচে যাওয়ার পর তিনিই আগে পৌঁছান পঞ্চাশে৷ একটু পর ফিফটি পেয়ে যান মুশফিকও৷

পরে লঙ্কান বোলিং একদমই ভাবাতে পারেনি লিটনকে৷ স্পিনারদের খেলেছেন অনায়াসে৷ পেসারদের শর্ট বলে চেপে ধরার পরিকল্পনা ব‍্যর্থ করে দিয়েছেন অনায়াসে৷

এক সময়ে দুই জনের রান কাছাকাছিই ছিল৷ লিটন ব‍্যাট করছিলেন ৭৮ রানে, মুশফিক ছিলেন ৭৬ রান৷ প্রাভিন জয়াবিক্রমার ওভারে তিন চার মেরে এগিয়ে যান লিটন৷ পরে ওভার থ্রোয়ের সুবাদে পাওয়া বাউন্ডারিতে পৌঁছে যান সেঞ্চুরিতে৷

শ্রীলঙ্কার বিপক্ষে আগেও দুইবার সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি৷ ২০১৮ সালে চট্টগ্রামে আউট হন ৯৪ রানে, এবার প্রথম টেস্টে একই মাঠে বাজে এক শটে বিদায় নেন ৮৮ রানে৷ মিরপুরে আর কোনো ভুল করলেন না৷ দারুণ সব শটের পসরা সাজিয়ে ১৪৯ বলে পৌঁছান তিন অঙ্কে৷ সবশেষ আট টেস্টে এটি তার তৃতীয় সেঞ্চুরি৷ অথচ প্রথম ২৫ ম‍্যাচে একটাও সেঞ্চুরি ছিল না তার!

লিটন যখন ছুটছিলেন দারুণ গতিতে তখনও দায়িত্বশীল ব‍্যাটিংয়েই এগিয়ে যাচ্ছিলেন মুশফিক৷ নিজের জোনে কিংবা বাজে বল পেলেই কেবল বাউন্ডারি মারছিলেন৷ খেলছিলেন মূলত এক-দুই নিয়ে৷

এভাবে খেলেই ক‍্যারিয়ারে প্রথমবার টানা দুই ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন মুশফিক৷ টেস্ট ক্রিকেটে নবমবারের মতো ছুঁয়েছেন তিন অঙ্ক, এর তিনবারই শ্রীলঙ্কার বিপক্ষে৷ 

আগের ম‍্যাচে নিজের মন্থরতম সেঞ্চুরি করেছিলেন মুশফিক, এবার তিন অঙ্ক স্পর্শ করলেন ২১৭ বলে৷

সেঞ্চুরি করার পথে মুশফিক আর লিটন উপহার দিয়েছেন ষষ্ঠ উইকেটে বাংলাদেশের সেরা জুটি৷ ২৫ বা এর কম রানে ৫ উইকেট হারানোর পর ইতিহাসের সেরা জুটির কীর্তিও গড়েছেন তারা৷ এই দুজনের অবিচ্ছিন্ন ২৫৩ রানের জুটির সুবাদে প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ২৭৭৷

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ২৭৭/৫ (জয় ০, তামিম ০, শান্ত ৮, মুমিনুল ৯, মুশফিক ১১৫*, সাকিব ০, লিটন ১৩৫*; রাজিথা ১৯-৫-৪৩-৩, আসিথা ১৭-২-৮০-২, জয়াবিক্রমা ২৯-৯-৮১-০, রমেশ ১২-০-৪১-০, ধনাঞ্জয়া ৪-০-১৫-০, করুনারত্নে ৪-১-৮-০)।

এসিবি/এআই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক, ক্রিকইনফো)