1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর অ্যামেরিকা

লাস ভেগাসে ট্রাম্প হোটেলের বাইরে সাইবার ট্রাকে বিস্ফোরণ

২ জানুয়ারি ২০২৫

একটি টেসলার সাইবার ট্রাকে বিস্ফোরণ হয়েছে। ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে, আহত সাত। ট্রাম্প হোটেলের ঠিক বাইরে এই ঘটনা ঘটেছে।

https://p.dw.com/p/4okB2
এই হোটেলের সামনেই বিস্ফোরণ হয়েছে
লাস ভেগাসে ট্রাম্প হোটেলছবি: Ronda Churchill/REUTERS

অ্যামেরিকার ভাবী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের লাস ভেগাসের হোটেলের বাইরে এই ঘটনা ঘটেছে। সেখানে একটি টেসলার সাইবারট্রাক দাঁড়িয়েছিল। আচমকাই তাতে আগুন লেগে যায়। সঙ্গে বিস্ফোরণের শব্দও শোনা যায়।

এলাকার শেরিফ কেভিন ম্যাকমাহিল সাংবাদিকদের জানিয়েছেন, ট্রাকটিকে টেনে হোটেলের কাচের দরজার সামনে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই বিস্ফোরণটি ঘটে। ট্রাকের ভিতর একজন ছিলেন, তার মৃত্যু হয়েছে। বাকিরা বাইরে ছিলেন, তাদের আঘাত গুরুতর নয়।

ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে হোটেলটি ফাঁকা করে দেয়া হয়। তবে বিস্ফোরণের কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ ট্রাকের ভিতরে ঢুকে তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের পিছনে সন্ত্রাসীদের হাত থাকার বিষয়টিও উড়িয়ে দেয়া হচ্ছে না।

আশঙ্কা বাড়িয়ে দিয়েছে টেসলার সিইও ইলন মাস্কের একটি পোস্ট। সেখানে বলা হয়েছে, প্রযুক্তিগত কারণে ওই ট্রাকে বিস্ফোরণ হয়নি। বোমা অথবা বিপুল পরিমাণ আগুন লাগার ফলেই ওই বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার দাবি, ট্রাকটিকে ভাড়া নেওয়া হয়েছিল।

পরে মাস্ক আরো একটি পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। সেখানে সন্ত্রাসবাদীদের হাত নিয়ে আরো স্পষ্ট প্রশ্ন তোলা হয়।

টুইট

হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন ঘটনার কথা জানেন। তিনি তার অফিসারদের এবিষয়ে নির্দিষ্ট দিয়েছেন। তবে ডনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)