1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাদাখ সীমান্তে চীনের পরিকাঠামো নিয়ে চিন্তিত অ্যামেরিকা

৯ জুন ২০২২

ভারতে এসেছেন অ্যামেরিকার উচ্চপদস্থ সেনা অফিসার জেনারেল চার্লস এ ফ্লিন। ভারতের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। যৌথ মহড়ার কথা হয়েছে।

https://p.dw.com/p/4CRPq
লাদাখ
ছবি: Yawar Nazir/Getty Images

মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের প্রধান জেনারেল চার্লস এ ফ্নিন সম্প্রতি ভারতে এসেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি হিমালয়জুড়ে চীন যেভাবে পরিকাঠামো তৈরি করছে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। চীনের এই কর্মকাণ্ড ভারতীয় উপমহাদেশ অঞ্চলে শান্তিপ্রক্রিয়ায় বিঘ্ন ঘটাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে তার। চীনের বিরুদ্ধে স্ট্র্যাটেজি নিয়েও আলোচনা হয়েছে বলে সেনা-সূত্র জানিয়েছে।

গত প্রায় দুই বছর ধরে লাদাখ অঞ্চলে চীনের সঙ্গে ভারতের সংঘাত চলছে। বেশ কিছু বিষয়ের সমাধানসূত্র মিললেও এখনো সংকট আছে। কিছু জায়গায় এখনো স্ট্যান্ডঅফস চলছে। এই পরিস্থিতিতে একাধিক উপগ্রহ চিত্রে স্পষ্ট, চীন লাদাখ সীমান্তে একের পর এক পরিকাঠামো তৈরি করছে। প্যাংগংয়ের উপর একটি আস্ত সেতু করার প্রক্রিয়াও চলছে।

চীনের এই কর্মকাণ্ড ভালো চোখে দেখছে না অ্যামেরিকা। বস্তুত, ভারত এ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে একাধিকবার অভিযোগও করেছে। এবার অ্যামেরিকা সরাসরি ভারতকে সমর্থন করলো।

জেনারেল ফ্লিন জানিয়েছেন, শুধু লাদাখ নয়, গোটা হিমালয়জুড়েই চীন এমন পরিকাঠামো তৈরি করছে। সম্প্রতি অরুণাচল সীমান্ত নিয়েও সরব ভারত। সেখানেও সীমান্তের কাছে চীন পরিকাঠামো তৈরি করছে বলে অভিযোগ। মার্কিন জেনারেল জানিয়েছেন, এর ফলে শান্তি বিঘ্নিত হচ্ছে। যার প্রভাব পড়ছে গোটা এশিয়া প্যাসিফিক অঞ্চলেই।

ভারতীয় সেনার সঙ্গে একাধিক চুক্তি সই করেছেন জেনারেল ফ্লিন। স্থির হয়েছে এই বছরের শেষে হিমালয়ে ভারত এবং মার্কিন সেনা যুদ্ধের মহড়া দেবে। উচ্চতায় কীভাবে লড়াই করতে হয়. তা নিয়ে মহড়া হবে। প্রথম পর্যায়ে হিমালয়ে এই মহড়া হওয়ার পর ভারতীয় সেনার দল আলাস্কায় গিয়ে ফের এই মহড়া দিতে পারে বলে জানা গেছে। এছাড়াও প্রতিরক্ষা সংক্রান্ত আরো কিছু চুক্তি হয়েছে তাদের।

এসজি/জিএইচ (পিটিআই, এনডিটিভি)