1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাইনে ফাটল, থামানো হলো ট্রেন

১ ফেব্রুয়ারি ২০২৩

সিরাজগঞ্জের কামারখন্দে রেল লাইনে ফাটল দেখে স্থানীয়রা যাত্রীবাহী বনলতা এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রেন থামিয়ে দেন৷ পরে ট্রেন দুটি গতি কমিয়ে গন্তব্যের দিকে চলে যায়৷

https://p.dw.com/p/4MwPt
প্রতীকী ছবিছবি: DW/M. Rahman

মঙ্গলবার ভোরে কামারখন্দ উপজেলার পাগলা রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারি প্রকৌশলী আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান৷ 

স্থানীয়দের বরাতে তিনি ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনারকে আরো জানান, কয়েকজন কৃষক ভোরে ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় রেল লাইনে ফাটল দেখতে পান৷ ওই সময়ই একটি মালবাহী ট্রেন আসতে দেখে তারা হাত নাড়িয়ে সংকেত দিলে চালক ট্রেনটি থামিয়ে দেন৷ এরপর ট্রেনের চালক রেল লাইনের ফাটল দেখে ধীর গতিতে ঘটনাস্থল অতিক্রম করেন৷

"কিছুক্ষণ পর রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বনলতা এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখে একইভাবে সেটাও থামিয়ে দেন তারা৷ এ ট্রেনটিও ধীর গতিতে গন্তব্যের দিকে চলে যায়৷”

আহসান হাবিব বলেন, ‘‘এটা বড় কোনো ফাটল না৷ ওই লাইনের উপর দিয়ে ট্রেনগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারত৷ স্থানীয়রা না বুঝে সিগন্যাল দিয়ে ট্রেন থামিয়ে দেওয়ায় ট্রেন দুইটিকে থামিয়ে ধীর গতিতে ঘটনাস্থল অতিক্রম করতে হয়েছে৷”

ফাটল ধরা রেল লাইন সংস্কার করা হয়েছে বলে তিনি জানান৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য