1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আওয়ামী লীগ-আওয়ামী লীগ সংঘর্ষে কিশোরের মৃত্যু

২২ ফেব্রুয়ারি ২০২৩

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় লক্ষ্মীপুরে ১৪ বছর বয়সি এক কিশোর নিহত হয়েছে৷ আহত হয়েছেন পুলিশসহ অন্তত ১২ জন৷ জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে বুধবার সকালে শুরু হওয়া এ সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে৷

https://p.dw.com/p/4NpFx
প্রতীকী ছবিছবি: picture-alliance/E.Topcu

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বরুয়া ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষটি হয়েছিল৷'

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবরে প্রকাশ, মেঘনা নদী থেকে জেগে ওঠা খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে বলে জানিয়েছে পুলিশ৷

বুধবার সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামের মিয়ার হাট রাহুল ঘাটে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম৷

নিহত রাসেল চর কাচিয়া গ্রামের মনির হোসেন ভুট্টুর ছেলে এবং স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের ভাতিজা৷

স্থানীয়দের বরাতে পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, মেঘনা নদী থেকে জেগে উঠা খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে চরবংশী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহজালাল রাহুল ও আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য নজরুল ইসলামের মধ্যে বিরোধ চলছে৷

এই বিরোধকে কেন্দ্র করে বুধবার সকালে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ এতে ধারালো অস্ত্রের আঘাতে কিশোর রাসেল গুরুতর আহত হয়৷

তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে বিডিনিউজকে জানান লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন৷

পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম আরো বলেন, সংঘর্ষের  খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ৷ এ সময় ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা রুহুল আমিনসহ পাঁচজনকে আটক করা হয়েছে৷ 

সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম৷

এনএস/এসিবি (দ্য ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য