1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোমানিয়ার করোনা রোগীদের সেবা দিতে জার্মানিতে আনা হচ্ছে

২ নভেম্বর ২০২১

জার্মান সামরিক বাহিনীর বিমানে করে করোনা আক্রান্তদের রোমানিয়া থেকে নিয়ে আসা হচ্ছে জার্মানিতে৷

https://p.dw.com/p/42T5a
Rumänien Coronavirus
ছবি: APTN

রোমানিয়া থেকে আগামী বুধবারের মধ্যে গুরুতর অসুস্থ ১৮জন করোনা রোগীকে জার্মানিতে আনা হচ্ছে৷ জার্মান সামরিক বাহিনীর একটি বিশেষ বিমান ছয়জন করে রোগী নিয়ে মোট তিনবার যাবে৷ বিশেষ বিমানে ফ্লাইং ইনটেনসিভ কেয়ার ইউনিট  বা আকাশে রোগীদের নিবিড় পরিচর্যার বিশেষ ব্যবস্থা রয়েছে৷  

প্রথম ফ্লাইটে আসা ছয়জন রোগী আজ সন্ধ্যায় পৌঁছানোর পর জার্মানির বোখুম, ক্রেফেল্ড, ব্যার্গিস গ্ল্যাডবাখ এবং কোবলেন্স শহরের বুন্ডেসভেয়ার বা  সশস্ত্র বাহিনী হাসপাতালে নিয়ে যাওয়া হবে৷ জার্মানির ঘনবসতিপূর্ণ রাজ্য নর্থ রাইন ওয়েস্টফালিয়ার নতুন মূখ্যমন্ত্রী হেনড্রিক ভ্যুস্ট বলেন, ‘‘ আমরা আমাদের ইউরোপীয় বন্ধুদের পাশে আছি, তাদের সাথে একাত্মতা প্রকাশ করছে নর্থরাইন ওয়েস্টফালিয়া রাজ্য৷ ’’ 

বুন্ডেসভেয়ার মেডিকেল সার্ভিসের একজন মুখপাত্র জানান, তারা জার্মান সরকারের নির্দেশেই কাজ করছে৷ করোনা আক্রান্ত রোগীদের নিবিড় পরিচর্যার মাধ্যমে রোমানিয়ার স্বাস্থ্য ব্যবস্থাকে সহায়তা করাই জার্মানির লক্ষ্য৷

রোমানিয়ায় সম্প্রতি দুই সপ্তাহে প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে এক হাজার জনেরও বেশি নতুন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে৷ দেশটির এক তৃতীয়াংশেরও কম মানুষ এখন পর্যন্ত সম্পূর্ণ টিকা পেয়েছেন৷

লাটভিয়াতেও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে বিভিন্ন দেশ

লাটভিয়ার করোনা পরিস্থিতি আরো খারাপ বলে দেশের কর্তৃপক্ষের রিপোর্টে প্রকাশ৷ ইইউ নাগরিক সুরক্ষা পরিষেবার মাধ্যমে ফিনল্যান্ড, হাঙ্গেরি, সুইডেন এবং নেদারল্যান্ডস থেকে চিকিৎসা সরঞ্জাম পেয়েছে বাল্টিক এই দেশটি ৷ লাটভিয়ার শতকরা ৫৯ ভাগ প্রাপ্তবয়স্কদের টিকা দেওয়া হয়েছে৷ এই সংখ্যা টিকা দেওয়ার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের গড় হিসেব যা এই মুহূর্তে ৭৫ শতাংশ তার অনেক নীচে রয়েছে৷

এনএস/কেএম (ডিপিএ,এফপি,রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য