রোববার থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ হতে পারে টিকটক
১৮ জানুয়ারি ২০২৫শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্টের একটি রায়ের প্রেক্ষিতে তারা এই ঘোষণা দেয়৷ শুক্রবার রাতে এক বিবৃতিতে তারা জানিয়েছে, হোয়াইট হাউস ও বিচার বিভাগ টিকটকের জন্য প্রয়োজনীয় স্পষ্টতা ও নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে, যা টিকটকের সেবা চালিয়ে যাবার জন্য গুরুত্বপূর্ণ ছিল৷
এর আগে শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, টিকটকের চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সকে রোববারের মধ্যে প্ল্যাটফর্মটি বিক্রি করতে হবে৷ অন্যথায় এটি নিষিদ্ধ হবে৷
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট টিকটকের বিরুদ্ধে রায় দিয়েছে মূলত জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে৷ কারণ চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটি ব্যবহারকারীদের তথ্য চীন সরকারের কাছে দিতে পারে বলে তারা আশঙ্কা করছে৷
মার্কিন সরকার মনে করে, চীনের জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী বাইটড্যান্স চীনা সরকারের কাছে তথ্য সরবরাহে বাধ্য, যা মার্কিন নাগরিকদের গোপনীয়তার জন্য হুমকিস্বরূপ৷ দেশটির ‘Protecting Americans from Foreign Adversary Controlled Applications Act' আইন অনুযায়ী, টিকটককে নিষিদ্ধ করা হতে পারে, যদি তারা মালিকানা বিক্রি না করে৷ জাতীয় নিরাপত্তা রক্ষায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেহেতু বাইটড্যান্স বিক্রির শর্ত পূরণে ব্যর্থ৷
যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৭ কোটি৷
টিকটক বলেছে, ''যদি বাইডেন প্রশাসন অবিলম্বে পরিষেবা প্রদানকারীদের জন্য আইন প্রয়োগ না করার বিষয়ে স্পষ্ট বিবৃতি প্রদান না করে, তবে দুঃখজনকভাবে টিকটক ১৯ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে৷''
এই নিষেধাজ্ঞা কার্যকর হলে, গুগল ও অ্যাপলের মতো অ্যাপ স্টোরগুলোতে টিকটক ডাউনলোড করা যাবে না৷ তবে বিদ্যমান ব্যবহারকারীরা আপাতত অ্যাপটি ব্যবহার করতে পারবেন৷ কিন্তু নতুন আপডেট না পাওয়ায় অ্যাপটির কার্যকারিতা ধীরে ধীরে কমে যাবে৷
প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ সোমবার শেষ হচ্ছে এবং ডনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন৷ হোয়াইট হাউস জানিয়েছে, এই আইনের প্রয়োগের দায়িত্ব পরবর্তী প্রশাসনের উপর ন্যস্ত হবে৷ ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি এই নিষেধাজ্ঞার বিপক্ষে, যদিও শুরুতে তিনি এটি সমর্থন করেছিলেন৷
তিনি বলেছেন, ''টিকটক সম্পর্কে আমার সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হবে, তবে আমাকে পরিস্থিতি পর্যালোচনা করার জন্য সময় প্রয়োজন৷''
বাইটড্যান্স টিকটক বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছে৷ কোম্পানিটি বলছে, যদি কোনো সমাধান না হয়, তবে তারা রোববার থেকে যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম বন্ধ করবে৷
ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতারা টিকটকের চীনা সরকারের সাথে সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করে অ্যাপটি নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন৷ টিকটক বারবার বলেছে, তারা বেইজিংয়ের সাথে কোনো তথ্য শেয়ার করে না৷
জেডএ/এআই (এপি, এএফপি, রয়টার্স)