1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
প্রযুক্তিযুক্তরাষ্ট্র

রোববার থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ হতে পারে টিকটক

১৮ জানুয়ারি ২০২৫

সামাজিক যোগাযোগ প্লাটফর্ম টিকটক বলেছে, যদি মার্কিন সরকার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে হস্তক্ষেপ না করে তাহলে রোববার থেকে তারা যুক্তরাষ্ট্রে সেবা বন্ধ করতে বাধ্য হবে৷

https://p.dw.com/p/4pJmI
টিকটক অ্যাপের লোগো এবং "Item Not Available" লেখা একটি ত্রুটি বার্তা
মার্কিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, টিকটকের চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সকে রোববারের মধ্যে প্ল্যাটফর্মটি বিক্রি করতে হবে, অন্যথায় এটি নিষিদ্ধ হবেছবি: Dado Ruvic/REUTERS

শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্টের একটি রায়ের প্রেক্ষিতে তারা এই ঘোষণা দেয়৷ শুক্রবার রাতে এক বিবৃতিতে তারা জানিয়েছে, হোয়াইট হাউস ও বিচার বিভাগ টিকটকের জন্য প্রয়োজনীয় স্পষ্টতা ও নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে, যা টিকটকের সেবা চালিয়ে যাবার জন্য গুরুত্বপূর্ণ ছিল৷

এর আগে শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, টিকটকের চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সকে রোববারের মধ্যে প্ল্যাটফর্মটি বিক্রি করতে হবে৷ অন্যথায় এটি নিষিদ্ধ হবে৷

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট টিকটকের বিরুদ্ধে রায় দিয়েছে মূলত জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে৷ কারণ চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটি ব্যবহারকারীদের তথ্য চীন সরকারের কাছে দিতে পারে বলে তারা আশঙ্কা করছে৷

মার্কিন সরকার মনে করে, চীনের জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী বাইটড্যান্স চীনা সরকারের কাছে তথ্য সরবরাহে বাধ্য, যা মার্কিন নাগরিকদের গোপনীয়তার জন্য হুমকিস্বরূপ৷ দেশটির ‘Protecting Americans from Foreign Adversary Controlled Applications Act' আইন অনুযায়ী, টিকটককে নিষিদ্ধ করা হতে পারে, যদি তারা মালিকানা বিক্রি না করে৷ জাতীয় নিরাপত্তা রক্ষায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেহেতু বাইটড্যান্স বিক্রির শর্ত পূরণে ব্যর্থ৷

যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৭ কোটি৷

হুমকির মুখে যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ

টিকটক বলেছে, ''যদি বাইডেন প্রশাসন অবিলম্বে পরিষেবা প্রদানকারীদের জন্য আইন প্রয়োগ না করার বিষয়ে স্পষ্ট বিবৃতি প্রদান না করে, তবে দুঃখজনকভাবে টিকটক ১৯ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে৷''

এই নিষেধাজ্ঞা কার্যকর হলে, গুগল ও অ্যাপলের মতো অ্যাপ স্টোরগুলোতে টিকটক ডাউনলোড করা যাবে না৷ তবে বিদ্যমান ব্যবহারকারীরা আপাতত অ্যাপটি ব্যবহার করতে পারবেন৷ কিন্তু নতুন আপডেট না পাওয়ায় অ্যাপটির কার্যকারিতা ধীরে ধীরে কমে যাবে৷

প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদ সোমবার শেষ হচ্ছে এবং ডনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন৷ হোয়াইট হাউস জানিয়েছে, এই আইনের প্রয়োগের দায়িত্ব পরবর্তী প্রশাসনের উপর ন্যস্ত হবে৷ ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি এই নিষেধাজ্ঞার বিপক্ষে, যদিও শুরুতে তিনি এটি সমর্থন করেছিলেন৷

তিনি বলেছেন, ''টিকটক সম্পর্কে আমার সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হবে, তবে আমাকে পরিস্থিতি পর্যালোচনা করার জন্য সময় প্রয়োজন৷''

বাইটড্যান্স টিকটক বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছে৷ কোম্পানিটি বলছে, যদি কোনো সমাধান না হয়, তবে তারা রোববার থেকে যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম বন্ধ করবে৷

ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতারা টিকটকের চীনা সরকারের সাথে সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করে অ্যাপটি নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন৷ টিকটক বারবার বলেছে, তারা বেইজিংয়ের সাথে কোনো তথ্য শেয়ার করে না৷

জেডএ/এআই (এপি, এএফপি, রয়টার্স)