1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উপন্যাস

২৮ সেপ্টেম্বর ২০১২

বৃহস্পতিবার প্রকাশিত হল জে কে রোওলিং’এর প্রথম প্রাপ্তবয়স্কদের জন্য লেখা উপন্যাস, ‘দ্য ক্যাজুয়াল ভ্যাকান্সি’৷ সমালোচকরা দ্বিধাবিভক্ত৷ কিন্তু উপন্যাসের কেন্দ্রে রয়েছে এক শিখ পরিবার৷

https://p.dw.com/p/16Gz7
A woman purchases a copy of 'The Casual Vacancy', the new novel by British author J K Rowling, in a bookshop in central London on September 27, 2012, as it goes on sale for the first time. First reviews of Harry Potter author JK Rowling's novel for adults praised its Dickensian scope and social message, but warned the gritty, even obscene tale was a far cry from Hogwarts. AFP PHOTO / CARL COURT (Photo credit should read CARL COURT/AFP/GettyImages)
ছবি: Carl Court/AFP/GettyImages

উপমহাদেশে হ্যারি পটারের ফ্যানদের সংখ্যা খুব কম নয়৷ হ্যারি পটার লিখে যে মহিলা নাকি ইংল্যান্ডের রানির থেকেও বেশি বিত্তশালী হয়ে উঠেছেন, তাঁর প্রথম বড়দের জন্য লেখা অ-হ্যারি পটার উপন্যাসে যদি একটি উপমহাদেশীয় শিখ পরিবার এ রকম গুরুত্ব পায়, তাহলে সেটা বইটার কাটতির পক্ষে স্বভাবতই খারাপ হতে পারে না৷

রোওলিং নিজেও বলেছেন এবং বইটির প্রাথমিক ভারতীয় পাঠক-পাঠিকারাও বলছেন, রোওলিং সত্যিই শিখ ধর্ম নিয়ে পড়াশুনো করেছেন৷ তাঁর বয়স যখন বিশের কোঠায় তখন নাকি তাঁর এক শিখ তরুণীর সঙ্গে আলাপ ছিল৷ তখন থেকেই তিনি শিখ ধর্ম সম্পর্কে আগ্রহী৷ শিখ ধর্মের সমতার দিকটা তাঁকে মুগ্ধ করেছিল৷ সেই কারণে তাঁর বইতে তিনি শিখ ধর্মকেই নৈতিকতার মান করেছেন, বলেছেন রোওলিং, চার্চ অফ ইংল্যান্ডকে নয়৷ একটি খালি গির্জার মাধ্যমে তিনি চার্চ অফ ইংল্যান্ডের দশা দেখিয়েছেন৷

ARCHIV - J. K. Rowling aufgenommen am 08.05.2012 in London. Harry-Potter-Autorin JK Rowling wird ihr erstes Werk für Erwachsene unter dem Titel «Ein plötzlicher Todesfall», im Original «The Casual Vacancy» veröffentlichen. Das Buch wird am 27. September 2012 erscheinen. Foto: LEWIS WHYLD / PA WIRE UK AND IRELAND OUT EDITORIAL USE ONLY (zu dpa:"Abnabelung von Harry Potter: Rowlings Erwachsenenbuch erscheint" vom 19.09.2012) +++(c) dpa - Bildfunk+++
অবশ্য ‘দ্য ক্যাজুয়াল ভ্যাকান্সি' লিখে আরেকটা স্বস্তি পেয়েছেন রোওলিংছবি: picture-alliance/dpa

অবশ্য কাহিনির উপজীব্য শিখ ধর্ম কিংবা শিখ পরিবার নয়৷ দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কাল্পনিক প্যাগফোর্ড গ্রামের প্যারিশ কাউন্সিলের এক সদস্য হঠাৎ মারা যাওয়ার পর তাঁর পদ পূরণ করা নিয়ে কাহিনি৷ আবার একটা হাউজিং এস্টেটের কাহিনিও বটে৷ বইটিতে আছে যৌনতা এবং ড্রাগস৷ কিন্তু সব সত্ত্বেও অনেক পাঠক-সমালোচকরা বলছেন, রোওলিং'এর হাত খোলে যখন তিনি বড়দের জগতেও ছোটদের নিয়ে লেখেন৷

উপন্যাসটির আরেকটা দিক যা সবাইকে নাড়া দিয়েছে, সেটা হল রোওলিং'এর মৃত্যু নিয়ে চিন্তাভাবনা, সংশয়৷ তাঁর মা মারা যান মাত্র ৪৫ বছর বয়সে, রোওলিং'এর বয়স তখন ২৫৷ তখন থেকেই মৃত্যু নিয়ে তাঁর এই অবসেশন, বলেছেন রোওলিং৷ কিন্তু মৃত্যু সম্পর্কে লিখলে নাকি মৃত্যুভয় কমে যায়৷ অবশ্য ‘দ্য ক্যাজুয়াল ভ্যাকান্সি' লিখে আরেকটা স্বস্তি পেয়েছেন রোওলিং৷ সেটা হল, হ্যারি পটার বইগুলোর অমানুষিক চাপের পর এমন একটা বই লেখা, ‘‘যেটা না ছাপলেও চলে'', নিজেকে বলতেন নাকি রোওলিং৷

সেই না-ছাপলেও-চলে বইয়ের দশ লাখ কপি অর্ডার হয়েছে বই বেরনোর আগে৷ আপাতত অ্যামাজন চার্টের টপে৷ সম্ভবত এ বছর ব্রিটেনের টপ সেলিং বই হবে৷ একেই বলে ম্যাজিক৷

এসি/ডিজি (এএফপি, পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য