1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেল কর্মীরা ধর্মঘটে, সারাদেশে ট্রেন বন্ধ

১৩ এপ্রিল ২০২২

পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেবার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ের কর্মীরা৷

https://p.dw.com/p/49t4P
Bangladesch Risko Bahnfahrt Dhaka-Narayanganj
ছবি: bdnews24.com

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ডাকে এ ধর্মঘটের কারণে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে কোনো স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়েনি৷ ফলে স্টেশনে এসে বিপাকে পড়েছেন যাত্রীরা৷

পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, লোকো মাস্টাররা দেড়শ বছর আগে থেকে পেনশনের সাথে ৭৫ শতাংশ মাইলেজ ভাতার একটি বিশেষ সুবিধা পেয়ে আসছিলেন৷ আইবাস অ্যাকাউন্টিং সিস্টেম চালু হওয়ার পর তারা সেই সুবিধাটা পাচ্ছেন না৷ ১০০ বছরের পুরনো এই সুবিধা ফিরে পেতেই তারা আন্দোলনে নেমেছেন৷

তিনি আরো জানান, ‘‘আমাদের লোকো মাস্টাররা হঠাৎ আন্দোলনে গিয়ে রেল চলাচল বন্ধ করে দেওয়ায় যাত্রীদের দুর্ভোগের সৃষ্টি হয়েছে৷ আমরাও কিছুটা বিপদে পড়েছি, যাত্রীরা অনেক দুর্ভোগে পড়েছে৷ বিষয়টির সুরাহা করতে ঢাকার রেলওয়ে লোকোশেডে রেলমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব এবং রেলওয়ের মহাপরিচালক লোকো মাস্টারদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন৷''

লোকো মাস্টার বা ট্রেন চালক, সহকারী চালক, ট্রেনের গার্ড ও টিকিট পরিদর্শকদের (টিটি) মত যে কর্মীরা নিয়মিত ট্রেন চলাচলের সঙ্গে যুক্ত, তাদের বলা হয় রানিং স্টাফ ৷ বাংলাদেশ রেলওয়েতে রানিং স্টাফের ১৭৪২টি পদ থাকলেও বর্তমানে ১০১৩ জন কর্মরত৷ এই কর্মীরা দিনে আট ঘণ্টার বেশি কাজ করলে বা ১০০ মাইলের বেশি ট্রেন চালালে এক দিনের বেতনের সমান অর্থ রানিং ভাতা বা মাইলেজ হিসেবে পান৷ আর অবসরে গেলে সেই ভাতার ৭৫ শতাংশ যোগ করে তাদের পেনশন হিসাব করা হত আগে৷ বছরখানেক আগে অর্থ মন্ত্রণালয় থেকে মাইলেজ ও ৭৫ শতাংশের সুবিধা বন্ধ করে দেওয়ায় তাদের আন্দোলন শুরু হয়৷

রেলের রানিং স্টাফ ঐক্য পরিষদ আন্দোলনে নামার পরে মাইলেজ ব্যবস্থা পুনর্বহাল হয়৷ পেনশন সুবিধা ‘পরে দেখা হবে' বলে সে সময় আশ্বাস দিয়েছিল রেল কর্তৃপক্ষ৷ তা পূরণ না হওয়ায় সারাদেশে কর্মবিরতির ডাক দেয় এ সংগঠন৷

চট্টগ্রামে রেলের রানিং স্টাফদের একজন আবু সিদ্দিক  বলেন, ‘‘মাইলেজ ও পেনশনের সুবিধা বন্ধ করে দেওয়ায় আমরা আন্দোলন করেছিলাম৷ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অতিরিক্ত কাজের মাইলেজ সুবিধা রাখলেও পেনশনে গেলে মাইলেজের ৭৫ শতাংশ সুবিধাটা বাতিল করে দেয়৷ এ নিয়মটা ১৬০ বছর ধরে আছে৷ সুতরাং অর্থ মন্ত্রণালয় কেন এ সুবিধা বাতিল করবে?''

পূর্ব রেলের অধীনে থাকা চট্টগ্রাম রেল স্টেশন থেকেও সকালে কোনো আন্তঃনগর বা লোকাল ট্রেন ছেড়ে যায়নি৷ পাহাড়তলী লোকোশেড গেইট, বন্দর সিজিপিওয়াই লোকোশেড ও লাকসাম লোকোশেডে অবস্থান নিয়ে রানিং স্টাফরা কর্মবিরতি পালন করছেন৷

পূর্ব রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা ইতি ধর জানান, ‘‘রানিং স্টাফরা কাজ না করায় সকাল থেকে চট্টগ্রাম স্টেশন থেকে কোন ট্রেন ছাড়েনি৷ তবে আগের দিন রাতে বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা ট্রেনগুলো চট্টগ্রাম এসেছে৷''

তিনি আরো জানান, চট্টগ্রাম রেল স্টেশন থেকে প্রতিদিন বিভিন্ন গন্তব্যে ১০টি আন্তঃনগর, ১২ জোড়া লোকাল, চার জোড়া কমিউটার, চার জোড়া মেইল ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়৷

এএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)