1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রুশ বিমানের ২২৪ জন যাত্রী ‘হত্যা' করেছে আইএস?

৫ নভেম্বর ২০১৫

যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন বলছে, আইএস-এর রাখা বোমার কারণেই মিশরের সিনাই মরুভূমিতে রুশ বিমানটি ধ্বংস হয়ে থাকতে পারে৷ আইএস-ও বিমানটি ধ্বংস করার দায় স্বীকার করেছে৷ বিমানটির ২২৪ জন যাত্রীর কেউই আর বেঁচে নেই৷

https://p.dw.com/p/1H0Ul
MH17 Flugzeugabsturz Absturzstelle Ukraine 18.7.2014
ছবি: imago/Xinhua

গত ৩১ অক্টোবর ভোরে মিশরের শার্ম আল-শেখ বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে সিনাই মরুভূমিতে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় রাশিয়ার এয়ারবাস ৩২১-২০০ মডেলের একটি বিমান৷ বিমানটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে যাচ্ছিল৷ কিন্তু মিশরেই বিধ্বস্ত হওয়ায় বিমানটির ২২৪ আরোহীর সবাই মারা যান৷

ইসলামি জঙ্গি সংগঠন আইএস এক অডিও বার্তায় রুশ বিমান ভূপাতিত করার দায়িত্ব স্বীকার করেছে৷

কীভাবে বিমানটি ধ্বংস করা হয়েছে তা পরবর্তীতে জানানো হবে বলেও অডিও বার্তায় বলা হয়েছে৷

আইএস এই প্রথম কোনো সাধারণ যাত্রিবাহী বিমান ধ্বংস করার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করল৷

এদিকে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনও বলছে, বোমা বিস্ফোরণের কারণে রুশ বিমানটি বিধ্বস্ত হয়েছে৷ বিমানটিতে বোমা আইএস রেখেছে বলেই তাদের অনুমান৷ ব্রিটেনের দুর্যোগ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণের বিশেষ কমিটির সভা শেষে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডও এমন ইঙ্গিত দিয়েছেন৷

ভিডিও DW Video: Security fears in wake of Sinai plane crash

এদিকে পর্যটকদের শহর হয়ে ওঠা শার্ম আল-শেখ থেকে ওড়া বিমান বিধ্বস্ত হওয়ায় পর্যটকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে শঙ্কা, আতঙ্ক৷ শুরু হয়ে গেছে ওই অঞ্চলে এমন ‘দুর্ঘটনার' পরিণাম বিশ্লেষণ৷

তবে মিশর সরকার সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করছে৷ ইতিমধ্যে শার্ম আল-শেখ বিমানবন্দরের প্রধানকে অপসারণ করা হয়েছে৷

তবে এখনো শার্ম আল-শেখ বিমানবন্দরে সতর্কাবস্থা বিরাজ করছে৷ ব্রিটেনসহ কয়েকটি দেশ মিশর থেকে বা মিশর অভিমুখে বিমান চলাচল বন্ধ রেখেছে৷

ফলে অনেক পর্যটক আটকে পড়েছেন৷ ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশ সে এলাকায় বিমান চলাচল নিষিদ্ধ করেছে৷ ফলে মিশরে আটকে পড়েছে অনেক পর্যটক৷

তবে পর্যটকদের দুর্ভোগের কথা ভেবে দ্রুত বিমান চলাচল স্বাভাবিক করার উদ্যোগও চলছে৷ ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ বিষয়ে জরুরি বৈঠক করবেন বলেও টুইটারে জানিয়েছেন৷

সংকলন আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য