1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাষ্ট্রায়ত্ত খাতের মতো ন্যূনতম মজুরি ঘোষণার দাবি

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০১৮

তৈরি পোশাক খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করা হলেও বেশ কিছু শ্রমিক সংগঠন তা প্রত্যাখ্যান করেছে৷ রাষ্ট্রীয় খাতের সঙ্গে সমন্বয় রেখে ১৬ থেকে ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি জানিয়েছে তারা৷

https://p.dw.com/p/34sc2
আন্দোলনের ফাইল ছবিছবি: bdnews24.com

বৃহস্পতিবার তৈরি পোশাক খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়৷ ঘোষণা অনুযায়ী, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ৮ হাজার টাকা৷ এর মধ্যে মূল বেতন ৪ হাজার ১০০ টাকা, বাড়ি ভাড়া ২০৫০ টাকা, চিকিৎসা ভাতা ৬০০ টাকা, যাতায়াত ভাতা ৩৫০ টাকা, খাদ্য ভাতা ৯০০ টাকা৷

এর আগে ২০১৩ সালের ১ ডিসেম্বর সর্বশেষ ন্যূনতম মজুরি বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা করা হয়েছিল৷  বাংলাদেশে তৈরি পোশাক খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন৷ মজুরি বোর্ড বলছে, এবার মোটের ওপর ৫১ শতাংশ ন্যূনতম মজুরি বাড়ানো হয়েছে৷

কিন্তু ন্যূনতম এই মজুরি ঘোষণার পরই বেশ কিছু শ্রমিক সংগঠন তা প্রত্যাখ্যান করে৷ বৃহস্পতিবার ন্যূনতম মজুরি ঘোষণার সময়ই বিক্ষোভ করে তারা৷ সংগঠনগুলো আগে থেকেই সর্বনিম্ন মজুরি ১৬ হাজার টাকা দাবি করে আসছিল৷

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘আট হাজার টাকা কেন, ১৬ হাজার টাকায়ও এখন চার জনের একটি পরিবার চালানো সম্ভব নয়৷ পোশাক খাত বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি আয় করে৷ বৈদেশিক মুদ্রা আয়ের তিনটি প্রধান খাতের একটি এই সেক্টর৷ রাষ্ট্রায়ত্ত শিল্প খাতে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা৷ জাহাজ ভাঙা শিল্পে ১৬ হাজার৷ সেখানে প্রধান রপ্তানি খাতের শ্রমিকদের এত কম কেন?’’

সামনে নির্বাচন সেকারণে সরকার মালিকদের একটা উপঢৌকন দিয়েছে: জলি তালুকদার

তিনি বলেন, ‘‘আমরা চার সদস্যের একটি পরিবারের হিসাব করে ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা দাবি করেছিলাম দুই বছর আগে৷ আর দুই বছরে জিনিসপত্রের দাম আরো বেড়েছে৷ অন্যান্য খরচও বেড়েছে৷ দুই জনের পরিবারের জন্যও এই আট হাজার টাকা এখন কিছুই না৷’’

জলি তালুকদার আরো বলেন, ‘‘সরকার এবার মালিকদের সঙ্গে একটা আঁতাত করেছে৷ সামনে নির্বাচন, সেই নির্বাচনের কারণে মালিকদের একটা উপঢৌকন দিয়েছে৷ মালিকদের খুশি করেছে আট হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করে৷’’

তিনি বলেন, ‘‘শ্রমিকরা এই মজুরি প্রত্যাখ্যান করেছে৷ আজ (শুক্রবার) সকালে আমরা ঢাকায় শ্রমিক সমাবেশ করেছি৷ বিকেলে সমাবেশ হয়েছে নারায়ণগঞ্জে৷ সারাদেশে আমাদের এই প্রতিবাদ সমাবেশ অব্যাহত থাকবে৷ আমরা আট হাজার টাকা ন্যূনতম মজুরি মানি না৷ এটা কমপক্ষে ১৬ হাজার টাকা করতে হবে৷’’

ন্যূনতম মজুরি যা ঘোষণা করা হয়েছে তা বাসা ভাড়া দিতেই চলে যাবে: সিরাজুল ইসলাম রনি

বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্টস এপ্লয়িজ লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি ন্যূনতম মজুরি নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া না জানালেও তার দাবি একইভাবে অন্যান্য গ্রেডের বেতনও যেন বাড়ানো হয়৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে সপ্তম গ্রেড হেলপারদের৷ এটা সর্বনিম্ন৷ শিক্ষানবিশ গ্রেড৷ পরবর্তী গ্রেডগুলোর বেতন কী হবে, তা এখনো নির্ধারণ হয়নি৷ আমাদের দাবি পরবর্তী গ্রেডগুলো যেন সামঞ্জস্য রেখে খুব দ্রুতই ঘোষণা করা হয়৷’’

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘ন্যূনতম মজুরি যা ঘোষণা করা হয়েছে, তা বাসা ভাড়া দিতেই চলে যাবে৷ তবে এই পোশাক কারখানায় এখন অপারেটরের সংখ্যা খুবই কম৷ অটোমেটিক মেশিন আসায় অপারেটর তেমন লাগে না৷ সবচেয়ে বেশি শ্রমিক ষষ্ঠ গ্রেডে৷’’

তৈরি পোশাক কারখানা মালিকেদের সংগঠন বিজিএমইএ'র সভাপতি সিদ্দিকুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘এবার মজুরি বেশি বাড়ানো হয়েছে৷ প্রথমবার ১৩শ' ৩৮ টাকা বাড়িয়ে ন্যূনতম মজুরি করেছিলাম ৩ হাজার টাকা৷ এরপর ২২শ' বাড়িয়ে করেছিলাম  ৫ হাজার ৩শ'৷ আর এবার ২৭শ' টাকা বাড়িয়ে করা হয়েছে ৮ হাজার টাকা৷ গত কয়েক বছর ধরে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি নেই৷ রপ্তানি বাড়ছে না৷ বেতন বাড়ালেই তো হবে না, বেতন তো দিতে হবে৷’’

যারা এই ন্যূনতম মজুরি মানেনা তারা দেশের কল্যাণ চায়না: সিদ্দিকুর রহমান

তিনি বলেন, ‘‘এই ন্যূনতম ৮ হাজার টাকা মজুরি একদম শিক্ষানবিশ পর্যায়ে৷ তারা আমার মেশিন নষ্ট করে কাজ শিখবে৷ বাংলাদেশে একজন মাষ্টার্স পাশ তরুণও প্রথমে ১২ হাজার টাকার বেশি বেতনের চাকরি পায় না৷ বিষয়টি আমাদের ভাবতে হবে৷’’

তিনি বলেন, ‘‘যারা এই ন্যূনতম মজুরি মানে না, তারা দেশের কল্যাণ চায় না৷ তারা হততালি নিয়ে, বাহবা নিয়ে নেতা হতে চায়৷ কিছু বাম নেতা এটা মানে না৷’’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘ন্যূনতম মজুরির সাথে সমন্বয় রেখে অন্যান্য গ্রেডের বেতনও বাড়ানো হবে৷ এটা নিয়ে নতুন করে দাবি করার কিছু নেই৷

প্রেসক্লাবের সামনে সমাবেশ:

গার্মেন্টস শ্রমিকদের জন্য ঘোষিত নূন্যতম মজুরি ৮ হাজার টাকা প্রত্যাখ্যান করেছেন কয়েকটি শ্রমিক সংগঠন৷ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট এবং গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন৷

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকার ঘোষণা অন্যায্য উল্লেখ  করে মজুরি পুনর্বিবেচনা করে রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের  মজুরির সঙ্গে সঙ্গতি রেখে নূন্যতম মজুরি ১৮ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছে৷

নূন্যতম মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন বলেছে, বর্তমান বাজারে ৮ হাজার টাকা দিয়ে কারো পক্ষে জীবন ধারণ করা সম্ভব নয়৷

৮ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করেছে গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন৷ সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানান৷ তাঁরা বলেন, সরকার মালিকদের চাপের কাছে নতি স্বীকার করে শ্রমিকদের দাবির সঙ্গে প্রহসনমূলক মজুরি ঘোষণা করেছে৷

প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে শ্রমিক নেতারা দাবি করেন, সরকার ৮ হাজার টাকার যে মজুরি ঘোষণা করেছে, তার মধ্যে মূল মজুরি ৪১০০ টাকা৷ ২০১৩ সালে গার্মেন্টস শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মূল মজুরি ছিল ৩০০০ টাকা৷ ৫ শতাংশ হারে বাৎসরিক বৃদ্ধির প্রেক্ষিতে ৫ বছর পরে বিদ্যমান মূল মজুরি ৩৮২৮ টাকা, অর্থাৎ শ্রমিকদের মূল মজুরি মাত্র ২৭২ টাকা বৃদ্ধি করা হয়েছে৷ মজুরি বোর্ড শ্রম আইন কিংবা আইএলও কনভেনশনে মজুরির মাপকাঠিকে কোনো মূল্য দেয়নি বলেও মনে করেন তাঁরা৷