রাশিয়ায় সন্ত্রাসী হামলা, নিহত ধর্মযাজক ও একাধিক পুলিশ
২৪ জুন ২০২৪রাশিয়ার নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, পুলিশের সন্ত্রাস বিরোধী স্কোয়াডের সঙ্গে সন্ত্রাসীদের তীব্র গুলির লড়াই হয়েছে। সোমবার সকাল পর্যন্ত দাগেস্তানে চারজন সন্ত্রাসীকে হত্য়া করা হয়েছে।
ডারবেন্টে একটি সিনেগগ এবং একটি অর্থডক্স চার্চে প্রথম হামলা চালায় সন্ত্রাসীরা। সিনেগগে আগুন লাগিয়ে দেওয়া হয়। বহু দূর থেকে সেই আগুন দেখা যায়। অন্য়দিকে সেখান থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মাখাচকালায় একটি থানা এবং একটি চার্চে আক্রমণ চালানো হয়েছে বলে রাশিয়ার গণমাধ্য়ম দাবি করেছে। সেখানেও পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের তীব্র লড়াই হয়েছে। রাশিয়ার ন্যশনাল গার্ডের এক মুখপাত্র জানিয়েছেন, ঘটনায় তাদের এক কর্মীর মৃত্য়ু হয়েছে। আহত একাধিক। সব মিলিয়ে ছয়জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্য়ম জানিয়েছে।
ডারবেন্টে পুলিশের অপারেশন শেষ হয়ে গেলেও সোমবার সকাল পর্যন্ত মাখাচকালায় লড়াই চলেছে বলে জানা গেছে। তবে প্রশাসন এখনো এই ঘটনার সঙ্গে কোন জঙ্গি সংগঠন জড়িত তা প্রকাশ্য়ে জানায়নি। রাশিয়ার সরকারি গণমাধ্য়ম জানিয়েছে, একটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সদস্য়রা এই ঘটনার সঙ্গে যুক্ত। এর আগে এই সংগঠনের সদস্য়রা সিরিয়ায় আইএসআইএস-এর হয়ে লড়তে গেছিল বলেও দাবি করা হয়েছে।
এদিকে রাশিয়ার প্রশাসনের আরেক সূত্র দাবি করেছে, এই ঘটনার সঙ্গে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এবং ন্য়াটো জড়িত। তারাই ওই সংগঠনটিকে দিয়ে একাজ করিয়েছে। ঘটনায় একটি ঐতিহ্য়পূর্ণ সিনেগগ ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্ত্রাসীরা ওই সিনেগগে আগুন ধরিয়ে দিয়েছিল। হামলায় এক ধর্মযাজকের মৃত্য়ু হয়েছে বলেও জানা গেছে। তবে সব মিলিয়ে কতজনের মৃত্য়ু হয়েছে, তা এখনো স্পষ্ট করে জানানো হয়নি।
দাগেস্তান অঞ্চলটি চেচনিয়া, জর্জিয়া এবং আজারবাইজানের সীমান্তে অবস্থিত। এর আগেও এই অঞ্চলে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের লড়াই হয়েছে। বহু পুলিশকর্মী গুলির লড়াইয়ে নিহত হয়েছেন।
এসজি/জিএইচ (রয়টার্স, ডিপিএ, ইন্টারফ্য়াক্স)