1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ার যুদ্ধাপরাধ বন্ধে জার্মানির দায়িত্ব আছে: বেয়ারবক

১৮ জুলাই ২০২৩

অতীত ইতিহাসের কারণে জার্মানি গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ ঠেকাতে নীতিগতভাবে বাধ্য বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক৷

https://p.dw.com/p/4U2TY
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকছবি: Michael Kappeler/dpa/picture alliance

‘বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধের' জন্য দায়ী হওয়ায় ভবিষ্যৎ যুদ্ধ ও অপরাধ ঠেকাতে জার্মানির একটি নীতিগত বাধ্যবাধকতা আছে বলে সোমবার রাতে নিউইয়র্কে মন্তব্য করেন তিনি৷ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকী উপলক্ষ্যে জাতিসংঘে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী৷

ইউক্রেনকে শস্য রপ্তানি করতে দেয়ার চুক্তির মেয়াদ না বাড়ানোর রাশিয়ার সিদ্ধান্তে সব দেশ ‘বিস্মিত' বলে জানান তিনি৷

পুটিন যেন এই সিদ্ধান্ত থেকে সরে আসেন সেজন্য তার উপর চাপ প্রয়োগ করার উপর গুরুত্ব দেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী৷ এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে আফ্রিকা, ল্যাটিন অ্যামেরিকা ও এশিয়ার দেশগুলোর ‘সরাসরি পুটিনকে উদ্দেশ্য করে' কথা বলা৷ তিনি বলেন, ‘‘গতবছর আমরা দেখেছি, শুধু ইউরোপীয় দেশ ছাড়া বিশ্বের অন্য দেশগুলোও যদি পুটিনের প্রতি আহ্বান জানায়, তাহলে তা একটি পার্থক্য তৈরি করে৷''

দনেৎস্কের যু্দ্ধক্ষেত্র
দনেৎস্কের যু্দ্ধক্ষেত্রছবি: Diego Herrera Carcedo/AA/picture alliance

বেয়ারবক বলেন, ‘‘ভবিষ্যৎ যুদ্ধ, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ঠেকাতে আন্তর্জাতিক আইনকে শক্তিশালী করা আমাদের দায়িত্ব ছিল এবং এখনও আছে৷''

জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের মধ্যে ১২৩টি দেশ আইসিসি প্রতিষ্ঠার যে চুক্তি সেই রোম সংবিধিতে সই করেছে৷ স্বাক্ষর না করা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রও আছে৷

আরও দেশ যেন এই চুক্তিতে সই করে সেটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বেয়ারবক৷ তিনি বলেন, রাশিয়া ইউক্রেনে হামলা করার পর আইসিসির গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে৷

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের একটি রাশিয়া৷ তারা পি৫ নামে পরিচিত৷ বাকি চার দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্য৷ ‘‘এখন ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি, যখন আমরা দেখছি, পি৫-এর একটি দেশ যুদ্ধের আগ্রাসন শুরু করেছে৷ এটা এমন এক সময় যখন আইন দিয়ে আমাদের প্রতিক্রিয়া জানাতে হবে এবং যারা যুদ্ধ নয়, আইনে বিশ্বাস করে, তাদের একত্রিত করতে হবে,'' বলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী৷

গত মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি৷

রানা তাহা/জেডএইচ