1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হারানো সব অঞ্চল সামরিক পন্থায় ফিরে পেতে চায় না ইউক্রেন

২৯ মে ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান যে ২০১৪ সাল থেকে রাশিয়ার কাছে হারানো ইউক্রেনের সব অঞ্চল সামরিক প্রচেষ্টায় ফিরে পেতে গেলে জানমালের ব্যাপক ক্ষতি হবে৷

https://p.dw.com/p/4C0dT
Ukraine Präsident Selenskyj
ছবি: Sarsenov Daniiar/Ukrainian Presidency/IMAGO

‘‘আমরা যদি এভাবে (সামরিক পন্থায়) চেষ্টা করি তাহলে লাখ লাখ মানুষ প্রাণ হারাবে,'' বলেন জেলেনস্কি৷

তবে, তিনি এটাও বলেছেন যে ‘‘ইউক্রেন সবকিছু ফিরে পাবে৷ সবকিছু৷’’

দেশের পূর্বাঞ্চলের বর্তমান পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে জেলেনস্কি জানান, সেখানকার পরিস্থিতি ‘অবর্ণনীয় রকমের কঠিন'৷ এসব অঞ্চলে রাশিয়া ক্রমাগত নিজেদের দখলে নিচ্ছে৷      

শনিবার দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘বিশেষ করে ডোনবাস এবং খারকিভ অঞ্চলের পরিস্থিতি খুবই জটিল৷ সেখানে রাশিয়ান সেনারা (যুদ্ধের) কিছু ফলাফল অন্তত নিজেদের পক্ষে নিতে চাচ্ছে৷''

এদিকে, ইউক্রেনের লিমান অঞ্চলের দখল নেওয়ার পর রাশিয়ার সেনারা ইউক্রেনের সীমান্তবর্তী শহর সিভিরোডোনেটস্ক দখলে হামলা জোরদার করে৷

বার্তাসংস্থাগুলো জানায়, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনবাসের দখল নিতে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়ান সেনারা৷ এ অঞ্চলের সিভিরোডোনেটস্ক ও লিসিচান্সক শহরের চারপাশে নিজেদের অবস্থান শক্তশালী করছে৷

লিসিচান্সক অঞ্চলের গভর্নর সেরগি গাইডে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, লিসিচান্সকের পরিস্থিতি মারাত্মক খারাপ৷ একটি আবাসিক ভবনে রাশিয়ার বোমার আঘাতে একজন মেয়ে নিহত হয়েছেন এবং চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷  

গভর্নর জানান, শহরের রাস্তায় রাস্তায় ইউক্রেন ও রাশিয়ান সেনাদের মধ্যে যুদ্ধ চলছে৷            

দেশটির ডোনটেস নদীর পুর্বাঞ্চলীয় শহর সিভিরোডোনেটস্কের দখল নিতে হামলা অব্যহত রেখেছে রাশিয়ান সেনারা৷   

সরাসরি ও আন্তরিক আলোচনার আহ্বান

চলমান যুদ্ধের মাঝেই জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেস্কির সাথে ‘সরাসরি ও আন্তরিক আলোচনা' চালানোর আহ্বান জানান৷

পুটিনের সাথে ফোনে ৮০ মিনিটের আলোচনায় ইউরোপের এই দুই নেতা দ্রুত যুদ্ধ বিরতির এবং ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহারেরও আহ্বান জানান৷

আরআর/এআই (এএফপি, এপি, ডিপিএ রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য