1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

রাশিয়া নিয়ে ভারতের অবস্থান নড়বড়ে: বাইডেন

২২ মার্চ ২০২২

রাশিয়া-ইউক্রেন সংঘাতে ভারতের ভূমিকা নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

https://p.dw.com/p/48oom
রাশিয়া প্রসঙ্গে ভারতের অবস্থান নিয়ে মুখ খুললেন বাইডেন। ছবি: Tom Brenner/REUTERS

বাইডেন সোমবার বলেছেন, ওয়াশিংটনের বন্ধু ও সহযোগী দেশগুলির মধ্যে ভারত হলো ব্যতিক্রম। রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন নিয়ে ভারত শেকি বা নড়বড়ে, কম্পমান। বাইডেন ন্যাটো, ইউরোপ ও এশিয়ার সহযোগী দেশগুলির প্রশংসা করে বলেছেন, তারা পুটিনের বিরোধিতায় পুরোপুরি ঐক্যবদ্ধ। তারা রাশিয়ার বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞায় সামিল হয়েছে।

কিন্তু ভারত সেই পথে যায়নি। কোয়াড গোষ্ঠীতে চারটি দেশ আছে। অ্যামেরিকা, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত। এর মধ্যে ভারত একমাত্র দেশ, যারা রাশিয়া থেকে ডিসকাউন্টে তেল কিনছে বলে অভিযোগ। তারা রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে একবারও ভোট দেয়নি। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে ভারতীয় বিচারপতি রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়ার পর পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়ে দিয়েছে, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এর সঙ্গে সরকার কোনোভাবে জড়িত নয়।

এই পরিস্থিতিতে মার্কিন বিসনেস লিডারদের বৈঠকে বাইডেন বলেছেন, ''কোয়াডে জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিক্রিয়া খুবই কঠোর। তারা পুটিনের আগ্রাসনের তীব্র বিরোধিতা করেছে। শুধু ভারত ব্যতিক্রম এবং তারা শেকি।''

বাইডেন বলেছেন, ''পুটিন ভেবেছিলেন, ন্যাটোকে ভেঙে দিতে পারবেন। কিন্তু সেটা হয়নি। ন্যাটোকে অতীতে কখনো এতটা ঐক্যবদ্ধ, এতটা শক্তিশালী দেখা যায়নি।''

রাশিয়া থেকে অশোধিত তেল

কিছুদিন আগেই ভারতের এক কর্মকর্তা জানিয়েছিলেন, ভারত বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিজের প্রয়োজনের ৮৫ শতাংশ অশোধিত তেল আমদানি করে। তার মধ্যে রাশিয়া থেকে আসে মাত্র এক শতাংশ। এখন বিশ্বে অশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের চ্যালেঞ্জও বেড়ে গেছে। ফলে ভারত বিকল্পের খোঁজ করছে।

কলকাতায় বসে ঘুম নেই ইউক্রেনের ইরিনার

ভারতের অবস্থান

ভারত জাতিসংঘে তিনবার রাশিয়ার বিরুদ্ধে ভোটদানে বিরত থেকেছে। নয়াদিল্লির দাবি, তারা নিরপেক্ষ অবস্থান নিয়েছে। তারা রাশিয়া এবং ইউক্রেন দুই পক্ষকেই লড়াই থামিয়ে আলোচনায় বসে বিরোধ মেটানোর জন্য অনুরোধ করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে একাধিকবার ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী।

জিএইচ/এসজি (এএফপি, এপি)