1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রানিং মেট হিসেবে পেলিন ম্যাককেনের পক্ষে একটা বড় ঝুঁকি

অরুণ শঙ্কর চৌধুরী৩০ আগস্ট ২০০৮

তাঁর ভাইস প্রেসিডেন্ট হিসেবে সারা পেলিনকে নিয়ে জন ম্যাককেন একটা চমক দিলেন৷ কিন্তু ঝুঁকিটাও কিছু কম নিলেন না৷

https://p.dw.com/p/F7VP
জন ম্যাককেন এবং সারা পেলিনছবি: AP

মনে রাখতে হবে, আলাস্কার মতো সাত লাখের কম অধিবাসীর রাজ্যের এই প্রথম বারের মতো গভর্নরের বস্তুতঃ জাতীয়, কিংবা আন্তর্জাতিক রাজনীতিতে প্রায় কোনো অভিজ্ঞতা নেই৷ কাজেই তাঁকে বেছে নেওয়ার কারণ সম্ভবতঃ তাঁর ব্যক্তিত্ব এবং মহিলা হিসেবে তাঁর ইমেজ৷

ম্যাককেনের প্রত্যাশা

ম্যাককেন দৃশ্যতঃ আশা করছেন, যে পেলিন রিপাবলিকানদের দক্ষিণপন্থী বুনিয়াদকে সঞ্জীবিত করে তুলতে পারবেন৷ অপরদিকে যে সব ডেমোক্র্যাট এবং ভোটের বিচারে নিরপেক্ষ মহিলারা হিলারি ক্লিন্টনকে খুইয়ে বিশেষভাবে মর্মাহত, পেলিন তাদের দলে টানতে পারবেন৷

কে এই পেলিন

৪৪-বছর-বয়সী সারা পেলিনের বাবা-মা দুজনেই স্কুলের শিক্ষক৷ পেলিন স্বয়ং কর্মজীবন শুরু করেন আলাস্কার এ্যাঙ্কোরেজে টেলিভিশনে স্পোর্ট্‌স্‌ রিপোর্টার হিসেবে৷ ১৯৯৬ সালে এ্যাঙ্কোরেজেরই একটি শহরতলির মেয়র হন, যেখানে ৮,০০০ মানুষের বাস৷ ২০০২ সালের ব্যর্থতার পর ২০০৬ সালে আলাস্কার ক্ষমতাসীন রিপাবলিকান গভর্নর এবং তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী, উভয়কেই হারিয়ে বিজয়ী হন দুর্নীতিবিহীন সরকারের স্লোগান দিয়ে৷

গোঁড়া রক্ষণশীল

ধর্মে রোমান ক্যাথলিক, নিয়মিত চার্চ্চে যান৷ পাঁচ সন্তানের জননী৷ বড় ছেলে সৈনিক হিসেবে ইরাকে যাবার প্রস্তুতি নিচ্ছে৷ কনিষ্ঠতমটি ডাউন সিনড্রোমের রোগী, তার জন্মের আগেই যা ধরা পড়া সত্ত্বেও পেলিন গর্ভপাতের কথা একবারও ভাবেননি৷ তিনি গভীরভাবে গর্ভপাতের বিরোধী, এমনকি ধর্ষণ কিংবা মায়ের জীবনের ঝুঁকির ক্ষেত্রেও৷

ন্যাশনাল রাইফেল এ্যাসোসিয়েশনের সারা জীবনের সদস্য, যে অতীব শক্তিশালী লবিটির অধিকাংশ সদস্য আগাগোড়া রিপাবলিকান৷

পেলিন আলাস্কায় তেলের খোঁজে কূপ খোঁড়ার সপক্ষে, এমনকি অভয়ারণ্য অথবা সমুদ্রবক্ষেও৷

এবং বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে গ্রীনহাউস গ্যাসের নির্গমনের সম্পর্কটাও তাঁর কাছে ঠিক বিশ্বাসযোগ্য নয়৷

ম্যাককেনের ঝুঁকি

অর্থাত্‌ এই মহিলাটি অনেক বিষয়েই ম্যাককেনের চেয়ে বেশী রক্ষণশীল৷ এখন ধরা যাক পেলিন রিপাবলিকান পার্টির রক্ষণশীল অংশটিকে সক্রিয় করতে সমর্থ হলেন৷ কিন্তু তিনি যে যুগপত্‌ স্বাধীনচেতা ক্লিন্টন-সমর্থকদের, তথাকথিত প্যান্টস্যুটধারী মহিলাদেরও দলে টানতে পারবেন, এটা কোনো বিশ্লেষকই বিশ্বাস করেন না৷

দ্বিতীয়তঃ, ওবামার বিরুদ্ধে ম্যাককেন শিবিরের সবচেয়ে বড় অস্ত্র হল, যে ওবামার নাকি অভিজ্ঞতা নেই৷ ওবামা জোসেফ বাইডেনকে সঙ্গে নিয়ে অন্ততঃ দলগত অভিজ্ঞতার পরিমাণটা বাড়িয়েছেন৷ কিন্তু ম্যাককেন এবার যাকে সঙ্গে নিলেন, তিনি ওবামার তুলনায় একেবারেই অনভিজ্ঞ৷

অথচ ম্যাককেন পেলিনের মনোনয়ন ঘোষণা করলেন তাঁর নিজের ৭২তম জন্মদিবসে৷ অনেক মানুষের মনেই এই প্রশ্ন উঠে থাকতে পারে, যে ম্যাককেনের – ঈশ্বর না করুন – অনুপস্থিতিতে এই সারা পেলিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ চালানোর ক্ষমতা ধরবেন কিনা৷