1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজীব হত্যাকারীদের মৃত্যুদণ্ড ঘিরে উত্তপ্ত তামিলনাড়ুর রাজনীতি

৩০ আগস্ট ২০১১

রাজীব গান্ধী হত্যাকাণ্ডের তিন আসামির মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর আজ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন মাদ্রাজ হাইকোর্ট৷ মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল ৯ই সেপ্টেম্বর৷ তামিল ভাবাবেগের দখল নিয়ে তামিলনাড়ুর রাজনীতি উত্তপ্ত৷

https://p.dw.com/p/12Prh
রাজীব গান্ধীছবি: picture-alliance/dpa

রাজীব গান্ধী হত্যাকাণ্ডের তিন আসামির ফাঁসি মকুব করার আবেদন ১১ বছর ঝুলিয়ে রাখার পর রাষ্ট্রপতি নাকচ করে দিলে তাঁদের ফাঁসি কার্যকর করার কথা ছিল আগামী ৯ই সেপ্টেম্বর৷ আসামি পক্ষের আইনজীবীরা  এই বিলম্বের কারণ দেখিয়ে আদালতে গেলে আজ মাদ্রাজ হাইকোর্ট আট সপ্তাহের জন্য ফাঁসির আদেশ কার্যকর করার ওপর অন্তবর্তী স্থগিতাদেশ দেন৷

আসামি পক্ষের প্রধান আইনজীবী রাম জেঠমালানি সওয়াল করেন, ১১ বছর মার্জনার আর্জি ফেলে রাখাটা বেআইনি ও অসাংবিধানিক৷এই অহেতুক বিলম্বের কারণ ব্যাখ্যা করতে হবে৷ কারণএতে আসামিদের অনেক বেশি মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়েছে৷ আদালত  রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে আট সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করে বিলম্বের কারণ ব্যাখ্যা করার নোটিশ দিয়েছে৷

Rajiv Gandhi Attentat Letztes Foto
হত্যাকাণ্ডের আগে তোলা শেষ ছবিছবি: picture-alliance/dpa

ফাঁসির দিন ঘোষণার পর তামিলনাড়ুর রাজনীতি তোলপাড়৷ কেন্দ্রের বড় শরিক দল ডিএমকে এবং অন্যান্য তামিল রাজনৈতিক দল ফাঁসি মকুবের জন্য মনমোহন সিং সরকারের কাছে আর্জি জানিয়েছে৷ শাসক দল এআইএডিএমকে মুখ্যমন্ত্রী জয়ললিতা বিধানসভায় এবিষয়ে এক সর্বসম্মত প্রস্তাব পাশ করে ফাঁসি মকুবের জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে৷ জয়ললিতার অভিযোগ, ডিএমকে যখন ক্ষমতাসীন ছিল তখন মুখ্যমন্ত্রী করুণানিধি এদের মৃত্যুদণ্ড সমর্থন করেছিলেন৷ কংগ্রেস এবিষয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখেছে৷কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমান খুরশিদ বলেন, বিধানসভার প্রস্তাব গ্রহণ করা কারোর পক্ষে বাধ্যতামূলক নয়৷

জনতা পার্টির সভাপতি সুব্রামনিয়াম স্বামীর মতে এই স্থগিতাদেশ অযৌক্তিক৷ রাজীব হত্যাকারীদের ফাঁসি অবিলম্বে কার্যকর করা উচিত৷ মার্জনার আবেদন রাষ্ট্রপতি একবার খারিজ করলে তা স্থগিত রাখা যায়না৷ রাষ্ট্রপতি মার্জনার আবেদন কতদিন ঝুলিয়ে রাখতে পারেন, সেবিষয়ে সংবিধানে কিছু বলা নেই৷

উল্লেখ্য, ১৯৯১-এর ২১শে মে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তামিলনাড়ুর শ্রীপেরামবুদরে সংসদীয় নির্বাচনের প্রচারকালে তাঁকে হত্যা করে শ্রীলঙ্কার তামিল জঙ্গি সংগঠনের মুরুগান, সন্থান ও পেরারিভালান৷

প্রতিবেদন : অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য