1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্যবসায়ীদের উদ্যোগ

৪ মে ২০১২

হরতাল ও রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে ব্যবসায়ী সমাজ৷ তাই রাজনৈতিক অস্থিরতা দূর করার উদ্যোগ নিচ্ছে এফবিসিসিআই৷

https://p.dw.com/p/14omo
ছবি: DW/S.K.Dey

ব্যবসায়িক সমাজের উদ্যোগের পরিকল্পনা ও কর্মপ্রক্রিয়া ঠিক করতেই এফবিসিসিআই-এর প্রাক্তন সভাপতিরা নিজেদের মধ্যে দু'দফা বৈঠক করেছেন বলেও ডয়চে ভেলেকে জানিয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি আনিসুল হক৷

সে সব বৈঠকে এখনো কোনো কর্মপরিকল্পনা নির্দিষ্ট হয় নি৷ তবে, দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিবেশকে নিশ্চিত করার লক্ষ্যেই রাজনৈতিক স্থিতিশীলতা আনার জন্যে ‘‘আরো একটু প্রো-অ্যাকটিভ হওয়ার বিষয়ে সবাই একমত হয়েছেন৷''

‘‘আমরা যারা ট্রেড বডি, আমাদের তো কোনো লিগ্যাল অথরিটি নেই৷ আমাদের হাতে এমন কোনো ক্ষমতা নেই যা দিয়ে আমরা কালকেই রাজনৈতিক অস্থিরতা বন্ধ করে দিতে পারি৷ তবে, আমরা অ্যাপ্রোচ করতে পারি, আমরা চাপ প্রয়োগ করতে পারি, বিরোধী দলের সাথে দেখা করতে পারি, সরকারি দলের সাথে দেখা করতে পারি এবং জনমত গঠনের চেষ্টা করতে পারি৷ তবে, ঠিক কী কর্মপন্থা গ্রহণ করবো তা এখনো নির্ধারিত হয় নি'' বলেও উল্লেখ করেন তিনি৷

বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে কেন্দ্র করে ইতোমধ্যেই ৫ দিন হরতাল হয়েছে এবং সামনেও আরো হবে বলেও আশঙ্কা করছেন ব্যবসায়ীরা৷ কিন্তু হরতাল এর মতো জ্বালাও পোড়াও প্রতিবাদ বন্ধ করার পক্ষে আনিসুল হক৷

তিনি বলেন, ‘‘রাজনৈতিক প্রতিবাদের বিপক্ষে নয়, হরতালের বিপক্ষে আমাদের অবস্থান৷ আমরা ব্যবসায়ীরা হরতালের পক্ষে অতীতেও ছিলাম না, এখনো নেই, ভবিষ্যতেও থাকব না৷ আমাদের মূল কথা হচ্ছে, দেশের অর্থনীতি যেন বিপর্যস্ত না হয়৷ আর তাই, এফবিসিসিআই এর প্রাক্তন ও বর্তমান নেতারা মিলে আমরা কিছু করার চেষ্টা করছি৷''

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য