1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজধানীতে হরতাল, বিক্ষোভ

২৮ মার্চ ২০২২

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পল্টন, মতিঝিল,শাহবাগ, মিরপুর এলাকাসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বিক্ষোভ মিছিল ও কর্মসূচির মধ্য দিয়ে আধাবেলা হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট৷

https://p.dw.com/p/497LH
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হরতালছবি: bdnews24.com

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত সারাদেশে হরতালের ডাক দেওয়া হয়৷ তবে ঢাকার কয়েকটি এলাকায় তাদের এই কর্মসূচি সীমাবদ্ধ থাকে ৷ বেশিরভাগ এলাকায় স্বাভাবিকভাবে যানবাহন চলতে দেখা গেছে৷  বাম জোটের কয়েকটি দলের পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি করা হলেও দিনের আধাবেলা পর্যন্ত কর্মসূচি থেকে বড় কোনো গোলযোগের ঘটনা ঘটেনি৷

পল্টন, মৎসভবন, শাহবাগ ছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে; তবে শাহবাগে সকালের অবরোধের কারণে ওই এলাকাসহ আশেপাশে রাস্তায় যানজট তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েন মানুষ৷ বাম জোটের শরিক দল সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা সকালে পল্টন মোড়ে হরতালের সমর্থনে মিছিল করেন৷ মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর ঘুরে আবার পল্টন মোড়ে অবস্থা নেন তারা৷ এক পর্যায়ে তারা পল্টন মোড়ে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়৷

এই হরতালকে কেন্দ্র করে সারা দেশে কমপক্ষে ২০জনকে গ্রেফতার করা হয়েছে দাবি করে সিপিবির সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘সকাল থেকে আমরা সারা দেশে হরতাল পালন করছি৷ কিন্তু দেশের বিভিন্ন স্থানে হরতাল পালন করতে গিয়ে আমাদের প্রায় ২০জন নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে বলে আমাদের কাছে খবর আছে৷ ’’

তিনি বলেন, ‘‘রাজধানীর মোহাম্মদপুরে আমাদের নেতাকর্মীদের বাধা দেওয়া হয়েছে, ধোলাইখালে বাধা দেওয়া হয়েছে৷ পল্টন মোড়ে আমরা শান্তিপূর্ণ ভাবে হরতাল পালন করছি৷ দেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে হরতালে সমর্থন দিয়েছে৷’’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘‘হরতালের সমর্থনে রাজধানীর মিরপুর এলাকায় বাম জোটের নেতাকর্মীরা মিছিল বের করলে সেখান থেকে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে৷ এছাড়া সারা দেশে মিছিলে বাধা দেওয়া ও হামলার খবর আসছে আমাদের কাছে৷”

আর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল জানান, তারা দুপুর ১২টা পর্যন্ত শাহবাগে অবস্থান করার পর পল্টনে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে যোগ দেবেন৷

বাম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা সকালে শাহবাগ মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়৷ ফলে শাহবাগমুখী অন্য সড়কগুলোতে যানবাহনে জট তৈরি হলে যানবাহনকে গন্তব্যে যেতে ঘুরে অন্য রাস্তা বেছে নিতে হয়৷

শাহবাগ এলাকার যানজটের প্রভাবে সায়েন্সল্যাব থেকে মৎস্য ভবন সড়ক এবং টিএসসি থেকে বাংলা মোটর সড়কেও দীর্ঘ যানজট তৈরি হলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা৷

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশনস) কামরুজ্জামান বলেন, ‘‘সকাল সোয়া ৬টার দিকে বাম জোটের নেতাকর্মীরা এসে জড়ো হয়৷ ৫০ থেকে ৬০ জন এসে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়৷ উনাদের বুঝিয়েও কোনো কাজ হয়নি পরে ডাইভারশন করা হয়৷’’

পল্টন থানার ওসি সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘সকাল থেকে বাম জোটের নেতাকর্মীরা পল্টন মোড়ে অবস্থান নিয়ে আছে, পল্টন এলাকায় যান চলাচল বন্ধ আছে, পুলিশ তাদের আন্দোলনে কোনো ধরনের বাধা দিচ্ছে না বলেই এখনও রাস্তা বন্ধ করে হরতাল পালন করছে৷’’  

হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের ওই এলাকার বিভিন্ন মোড়ে অবস্থান নেয় তবে কোথাও বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি৷

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানো বন্ধের দাবিতে আধা বেলা এই হরতালের ঘোষণা দেওয়া হয় গত ১১ মার্চ৷ হরতাল সফল করতে প্রচারপত্র বিলি, পোস্টার লাগানোসহ জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ে সভা, সমাবেশ, প্রচার মিছিল ও গণসংযোগ করে বাম জোট৷

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স রোববার বলেন,  ‘‘এই হরতাল শুধু বাম জোটের নয়, আপামর জনসাধারণের হরতাল৷  হরতাল সফল করতে সবাইকে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকান-পাট বন্ধ রেখে অংশ নেবে বলে আমরা আশা করছি, সবাইকে আহ্বান জানাচ্ছি৷’’

তবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি  এই হরতালে বিজ্ঞপ্তি দিয়ে রাজধানীতে আগে বাস চালানোর ঘোষণা দিয়ে রেখেছিল ৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান