1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রপ্তানির পোশাক চুরি প্রতিরোধে কমিটি গঠন

১৩ জুলাই ২০২১

রপ্তানির জন্য তৈরি পোশাক চুরি বেড়ে গেছে৷ চুরি ঠেকাতে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারদের সংগঠন বিজিএমইএ৷

https://p.dw.com/p/3wPxK
ফাইল ছবিছবি: picture-alliance/NurPhoto/M. Hasan

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে চুরি বেড়ে যাওয়ায় তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রধানদেরকে অভিযোগ আকারে জানায়৷

সোমবার সচিবালয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শককে প্রধান করে বিজিএমইএ, আইন প্রয়োগকারী সংস্থা ও বাংলাদেশ কাভার্ডভ্যান মালিক সমিতির প্রতিনিধির সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়৷

রপ্তানির জন্য কাভার্ড ভ্যানে বন্দরে পোশাক পণ্য নিয়ে যাওয়ার সময় চুরির ঘটনার কথা জানিয়ে সংগঠনের সভাপতি ফারুক হাসান বলেন, "ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘদিন ধরে পোশাক খাতের রপ্তানি ও আমদানির মালামাল চুরির ঘটনা ঘটছে৷ চুরি মাঝখানে বন্ধ থাকলেও এখন আবার ঘন ঘন ঘটছে৷'' একটি সংঘবদ্ধ চক্র চালকদের সঙ্গে মিলে রাস্তায় কাভার্ডভ্যান দাঁড় করিয়ে মালামাল চুরি করছে দাবি করে তিনি বলেন, "অনেক সময় কার্টুনের ওজন ঠিক রাখার জন্য তারা কার্টুনে ঝুট, মাটিও ভরে দিচ্ছে৷ এগুলো এভাবে অ্যামেরিকা ইউরোপসহ বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে গেলে তারা অভিযোগ জানাচ্ছেন৷ এতে সংশ্লিষ্ট রপ্তানিকারক আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন, দেশের সুনামও নষ্ট হচ্ছে৷''

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "মহাসড়কে যেভাবেই হোক, রপ্তানি পণ্যের চুরি পুরোপুরি বন্ধ করতে হবে৷ এ ব্যাপারে বর্তমান সরকারের অবস্থান জিরো টলারেন্স৷'' তিনি আরো বলেন, "ঢাকা-চট্টগ্রাম মহসড়ককে সিসিটিভির নজরদারিতে আনতে বিভিন্ন স্থানে ক্যামেরা স্থাপনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, যা আগামী চার মাসের মধ্যে সমাপ্ত হবে৷''

মহসড়কে রপ্তানি পণ্য চুরি বন্ধে সব ট্রাক ও কাভার্ডভ্যানে ট্র্যাকিং ডিভাইস, জিপিএস স্থাপন নিয়েও আলোচনা হয় বলে বিজিএমইএ-র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য