1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ২ বাংলাদেশি

২৮ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলো শহরে দুই বাংলাদেশিকে গুলি করে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে জানা গেছে।

https://p.dw.com/p/4fGev
বাফালো পুলিশ সুপারমার্কেটে প্রহরায় ব্যস্ত
গুলি চলার খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং সোয়াত টিম ওই অঞ্চল ঘেরাও করে রাস্তা বন্ধ করে দেয়। (ফাইল ছবি)ছবি: Aaron Josefczyk/UPI Photo/picture alliance

খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং সোয়াত টিম ওই অঞ্চল ঘেরাও করে রাস্তা বন্ধ করে দেয়।

মুক্তধারা নিউইয়র্কের স্বত্তাধিকারী বিশ্বজিৎ সাহা বাফেলোর বাংলাদেশ কমিউনিটির অ্যাক্টিভিস্ট হাবিব রহমানের উদ্ধৃতি দিয়ে দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানান।

শনিবার দুপুর সাড়ে বারোটায় এই ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে পুলিশ নিশ্চিত তথ্য দিতে পারেনি।

বাফেলো শহরের পূর্বদিকে হ্যাজেলউড এলাকার জেনার ও কিলহপার স্ট্রিটের হান্ড্রেড ব্লকে কুমিল্লার বাবুল উদ্দিন নিজের বাড়ি সংস্কারের কাজ করছিলেন। সঙ্গে ছিলেন সিলেটের ইউসুফ মিয়া। সে সময় দুর্বৃত্তরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়।

তার আগে শুক্রবার রাতে বাফেলোর ইয়ং স্ট্রিটের ফার্স্ট ব্লকে ৩১ বছর বয়সি এক তরুণকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ওই এলাকার বাসিন্দা ক্রিস্টাল তরলাকোভিচ ডব্লিউজিআরজেডকে জানান, 'এটা ভয়াবহ ঘটনা।' তিনি ঘটনার পর আতঙ্কিত বলে জানান।

কী ঘটেছে, সে সম্পর্কে তিনি নিশ্চিত নন বলেও জানিয়েছেন পুলিশকে। তার কথায় হামলার কিছুক্ষণ আগে তিনি বাজারে গিয়েছিলেন। এ সময় তার মা তাকে ফোন করে জিজ্ঞাসা করেন কখন বাড়ি ফিরবেন। তখন তিনি রাস্তার ওপারে হামলার কথা জানতে পারেন।

তিনি বলেন, 'এই এলাকায় এ ধরনের ঘটনা বিরল।'

আরকেসি/আরআর (দ্য ডেইলি স্টার)