1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিমুলিয়ার পরিবর্তে পাটুরিয়া ঘাট ব্যবহারের আহবান

২৯ এপ্রিল ২০২২

বাংলাদেশে ঈদের ছুটিতে দক্ষিণাঞ্চলে যাওয়ার পথে সাধারণ যাত্রীদের পাটুরিয়া ঘাট হয়ে পদ্মা নদী পার হবার অনুরোধ করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী৷

https://p.dw.com/p/4AcZr
ফাইল ছবিছবি: bdnews24.com

তিনি বলেন, ‘‘আমাদের দেশে যতগুলো ঘাট আছে সব মিলে ৪৯টি ফেরি চলছে৷ এর মধ্যে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়ায় চলছে ১০টি, মানিকগঞ্জের পাটুরিয়ায় ২১টি ও আরিচায় চারটি৷ পদ্মা সেতুর সার্বিক নিরাপত্তার বিষয়টি চিন্তা করে শিমুলিয়া ঘাট থেকে ভারী যানবাহন পার হচ্ছেনা৷ শুধু হালকা গাড়ি চলাচল করছে৷’’

ঈদে ঘরমুখো মানুষকে নিরাপদে ও নির্বিঘ্নে পারাপারে প্রস্তুতির কোনো অভাব নেই দাবি করে প্রতিমন্ত্রী আরো বলেন, ‘‘শিমুলিয়ায় যাত্রীদের নিরাপদে পারাপারে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে৷ আমরা যাত্রী সাধারণকে বলেছি, পাটুরিয়া ঘাটকে ব্যবহার করতে৷ এতে করে তাদের ভোগান্তি কম হবে৷’’

‘‘তবে ঘাটে মানুষের চাপ আজকে বেশি৷ চাপের কারণে মাঝে মাঝে একটু অসুবিধা আছে৷ বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, আইন-শৃঙ্খলা বাহিনী, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা  শবে কদরের ইবাদত করেও মানুষের সেবায় সচেষ্ট রয়েছে৷ মানুষ আনন্দের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন,’’ বলেন প্রতিমন্ত্রী৷

দুই বছর পর ঢাকায় রোজার স্বাভাবিক চিত্র

শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের শিমুলিয়ার ফেরি ঘাট, লঞ্চ ঘাট, স্পিডবোট ঘাট ঘুরে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী৷ খবর ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের৷

এ সময় খালিদ মাহমুদ আরো বলেন, ‘‘এখানে পদ্মা সেতুর নিরাপত্তার বিষয়টি আমরা জোর দিয়ে দেখছি৷ সবকিছু চিন্তা করে আমরা এই পথে যে ফেরিগুলো চালাচ্ছি সেগুলোর ফিটনেস বেশ ভালো৷’’

প্রতিমন্ত্রী বলেন, ‘‘আপনাদের নিশ্চয় মনে আছে, বিএনপি সরকার বলেছিল, পদ্মা সেতু হবে পাটুরিয়ায়৷ তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফেরি ঘাটে এসে বলেছিলেন, পদ্মা সেতু হবে মাওয়ায়৷ এরপর থেকেই মাওয়া বা শিমুলিয়া ঘাট আজকের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত হয়েছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথা রেখেছেন৷ আমরা আশা করছি, কয়েক মাসের মধ্যে এই স্বপ্নের সেতু খুলে দেওয়া হবে৷’’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই৷ ঘাটে ম‍্যাজিস্ট্রেট রয়েছে, তারা বিষয়টি দেখছেন৷’’ এ সময় সেখানে অন‍্যান‍্যের মধ‍্যে বিআইডব্লিউটিসির চেয়ারম‍্যান শামীম আল রাজী, বিআইডব্লিউটিএর চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন৷

এদিকে সদরঘাটে সকালে যাত্রীর চাপ থাকলেও দুপুরে পন্টুনে কোনো লোক ছিল না৷ বিকালের দিকে যাত্রীর চাপ বাড়তে পারে বলে জানান বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক পি এম সিদ্দিকুর রহমান৷ তিনি বলেন, ‘‘সকালে চাঁদপুর রুটে সিডিউল অনুযায়ী লঞ্চ ছেড়ে যায় আর বরিশাল রুটেও কয়েকটি লঞ্চ ছেড়ে যায়৷ বৃহস্পতিবার সদরঘাট থেকে ১১০টি লঞ্চ দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ছেড়ে যায়৷’’

কোতোয়ালী থানার ওসি মিজানুর রহমান বলেন, সদরঘাট টার্মিনাল কেন্দ্রিক ৮৫ জন পুলিশ সদস্য নিরাপত্তায় নিয়োজিত৷ শতাধিক সিসি ক্যামেরা বসানো হয়েছে টার্মিনাল ও আশপাশের সড়কগুলোতে৷ রয়েছে একটি মনিটরিং সেন্টার৷ পুলিশ ছাড়াও র‌্যাব, কোস্ট গার্ড, নৌ পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্য নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বলে ওসি জানান৷

এএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)