1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোবো পুরস্কারে

৪ নভেম্বর ২০১২

এমওবিও কিংবা মোবো৷ উভয় নামেই পরিচিত এই সংগীত পুরস্কার৷ তবে এটি সাদা মানুষদের জন্য নয়৷ বরং শুধু সেইসব শিল্পীদের জন্য যারা কালো মানুষদের বংশোদ্ভূত৷ যুক্তরাজ্যে এবছর মোবো পুরস্কারের তিনটি বিভাগে সেরা হলেন এমেলি স্যান্ডে৷

https://p.dw.com/p/16cck
microphone on stage mic; speech; voice; recorder; audio; sound; song; karaoke; audience; band; broadcast; party; disco; club; stage; chrome; classic; closeup; concert; event; glowing; entertain; entertainment; device; instrument; live; copyspace; microphone; mike; music; musical; perform; performance; pop; professional; radio; record; sing; speak; studio; technology; volume; stand; blue; lights; ball; background; shiny; rays; copy-space; mic; speech; voice; recorder; audio; sound; song; karaoke; audience; band; broadcast; party; disco; club; stage; chrome; classic; closeup; concert; event; glowing; equipment; entertainment; device; instrument; live; copyspace; microphone; mike; music; musical; perform; performance; pop; professional; radio; record; sing; speak; studio; technology; volume; stand; blue; lights; ball; background; shiny; rays; copy-space
ছবি: Fotolia/nikkytok

২৫ বছর বয়সি গীতিকার ও কণ্ঠশিল্পী এমেলি সেরা নারী শিল্পী, সেরা অ্যালবাম এবং সেরা আর অ্যান্ড বি/সোল মনোনীত হয়েছেন৷ এমেলি ২০১২ সালের লন্ডন অলিম্পিক আসরের উদ্বোধনী এবং সমাপনী পর্বে গান গেয়ে মাতিয়েছেন লাখো দর্শক-শ্রোতাকে৷ লিভারপুল ইকো অ্যারেনায় মোবো পুরস্কার গ্রহণ করে আবেগ আপ্লুত এমেলি বলেন, ‘‘আমি সত্যি তিন তিনটি পুরস্কার পাবো তা ভাবিনি৷ তাছাড়া বর্ষসেরা অ্যালবাম স্বীকৃতি পাওয়াটা আমার জন্য অনেক বড় ব্যাপার৷ ফলে আমি এখন অনুভব করছি যে, এমন চমৎকার স্বীকৃতি পাওয়ার পর পেছনের কঠিন পরিশ্রমের কথা পুরোপুরি ভুলে যাওয়া যায়৷''

মোবো কর্তৃপক্ষের বিবেচনায় বর্ষসেরা অ্যালবাম হিসেবে স্বীকৃতি পেয়েছে এমেলির ‘‘আওয়ার ভার্সন অফ ইভেন্টস'৷ তবে সেরা গান হয়েছে ল্যাবিরিন্থের ‘আর্থকোয়েক'৷ মার্কিন সোল গায়ক ডায়োন ওয়ারউইকের সংগীত জগতে ৫০ বছর পূর্তিতে তাঁকে দেওয়া হয়েছে আজীবন সম্মাননা পুরস্কার৷ লন্ডনের শিল্পী প্ল্যান বি পেয়েছেন সেরা পুরুষ শিল্পী এবং সেরা হিপ-হপ পুরস্কার৷ ত্রিনিদাদের বংশোদ্ভূত মার্কিন ব়্যাপার নিকি মিনাজ পেয়েছেন সেরা আন্তর্জাতিক অ্যাক্ট অ্যাওয়ার্ড এবং জ্যামাইকার সিয়ন পল দ্রুত তালের নৃত্য ও সংগীত বিভাগে সেরা হয়েছেন৷

গত ১৭ বছর ধরে প্রদান করা হচ্ছে এই মোবো পুরস্কার৷ এই পুরস্কারের অন্যতম প্রতিষ্ঠাতা কানিয়া কিং জানান, ‘‘প্রতি বছরই আমরা নানামুখী প্রতিভার সন্নিবেশ দেখে অভিভূত হই এবং তাদের মধ্য থেকে সেরা প্রতিভা বাছাই করতে বেশ হিমশিম খেতে হয়৷'' তিনি আরো বলেন, ‘‘আজকের রাতটি শুধুমাত্র এমেলি স্যান্ডে কিংবা প্ল্যান বি'র মতো তরুণ প্রতিভাদের জন্যই আনন্দের নয়, বরং একইসাথে আমরা গসপেল, জ্যাজ এবং আফ্রিকান ধারার মতো অল্প স্বীকৃতিপ্রাপ্ত সংগীত বিভাগের সেরাদেরকেও তুলে এনেছি, তাই তাদের জন্যও এটি স্মরণীয় হয়ে থাকবে৷''

এএইচ / আরআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য