1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোবাইল নিয়ে ব্যস্ত থাকায় ট্রেনের নীচেই জীবন শেষ

১ সেপ্টেম্বর ২০২১

কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে মোবাইল গেম খেলছিল দুই যুবক৷ হঠাৎ যে ট্রেন চলে এসেছে তা বুঝতে না পারায় ট্রেনের চাকায় কাটা পড়ে তাদের একজন নিহত এবং অন্যজন গুরুতর আহত হয়েছেন৷

https://p.dw.com/p/3zlRm
ফাইল ছবিছবি: bdnews24.com/Mustafiz Mamun

মঙ্গলবার সন্ধ্যায় যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে৷ অভয়নগর থানার ওসি শামীম হাসান ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহত যুবকের নাম জুবায়ের হোসেন৷ তবে নিহতের পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ৷

ওসি শামীম হাসান বলেন, কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর বসে দুই যুবক মোবাইল ফোনে খেলার সময় খুলনাগামী ট্রেনে কাটা পড়ে দুইজন৷ দুর্ঘটনার পর এলাকাবাসী তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন৷

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইফফাত শারমীন দিপ্তি জানান, ট্রেনে কাটা পড়া দুই যুবকের মধ্যে একজনের মৃত্যু হয় হাসপাতালে আনার আগেই৷ অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

২০১৯ সালের ছবিঘর দেখুন... 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান