1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোদীর বৈঠকে মমতা, যাবেন আজমেরেও

৫ ডিসেম্বর ২০২২

প্রধানমন্ত্রী মোদীর ডাকা বৈঠকে যোগ দিতে দিল্লিতে আসছেন মমতা। সোমবার এই বৈঠকের পর মঙ্গলবার তিনি আজমের যাবেন।

https://p.dw.com/p/4KT2i
ছবি: Getty Images/AFP/D. Dutta

ভারত এখন জি২০-র সভাপতিত্ব করার দায়িত্ব পেয়েছে। তাই আগামী একবছরে দিল্লিতে শীর্ষসম্মেলন ছাড়াও দেশজুড়ে দুইশটি নানা ধরণের বৈঠক হবে। প্রথম বৈঠক হবে রাজস্থানের উদয়পুরে। এছাড়াও প্রায় প্রতিটি রাজ্যে একাধিক বৈঠক হওয়ার কথা। পশ্চিমবঙ্গেও হবে। সেই বৈঠক নিয়েই প্রধানমন্ত্রী সোমবার বিকেলে কথা বলবেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে। সেই বৈঠকে যোগ দেবেন মমতা। সোমবার বিকেল পাঁচটায় সেই বৈঠক শুরু হবে।

মঙ্গলবার মমতা দিল্লি থেকে যাবেন রাজস্থানের আজমের শরিফ ও পুস্করে। আজমের শরিফের দরগায় যাওয়ার পর তিনি পুস্করের ব্রহ্মা মন্দিরে গিয়ে পুজো দেবেন। তারপর মঙ্গলবারই তার দিল্লি ফেরার কথা।

বুধবার বেলা তিনটে নাগাদ সৌগত রায়ের বাড়িতে তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী

সূত্র জানাচ্ছে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলাদা বৈঠক করতে পারেন। তবে সেই বৈঠক নিয়ে এখনো সরকারিভাবে কিছুই জানা যায়নি। গত অগাস্টে দিল্লি এসে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন মমতা। সঙ্গে নিয়ে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মিষ্টি ও ফুল। সেই সময় বাম ও কংগ্রেস নেতারা অভিযোগ করেছিলেন, মমতা আসলে বিপদে পড়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সমঝোতা করতে গেছেন।

এবার সফরে বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনার কথা এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি।

  জিএইচ/এসজি (টিভি৯, নিউজ১৮)