মোদী ও হাসিনার সমালোচনা করায় গ্রেপ্তার দুই
৩ এপ্রিল ২০২১গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া জেলার রবিউল ইসলাম ও চাঁদপুর জেলার আলাউদ্দিন ব্যাপারি৷
জার্মান বার্তা সংস্থা ডিপিএকে পুলিশ শুক্রবার এ দু'জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে৷
রবিউল ইসলাম ফেসবুকে দুই দেশের প্রধানমন্ত্রীর ছবি দিয়ে একটি গানের ভিডিও পোস্ট করেন৷ পরে তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের হলে পুলিশ তাকে গত বুধবার গ্রেপ্তার করে৷ জেলার শাহজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন ডিপিএকে বলেন ‘‘আমরা তার (রবিউলের) মোবাইল ফোন জব্দ করেছি৷ তার পোস্ট করা ভিডিওটি ইতিমধ্যে সরানো হয়েছে৷’’
এছাড়া, ফেসবুকে শেখ হাসিনা এ নরেন্দ্র মোদীর এক ছবিতে ‘অবমাননাকর মন্তব্য' করায় আলাউদ্দিন ব্যাপারিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ৷
উল্লেখ্য, গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে হেফাজতে ইসলাম, এবং কিছু রাজনৈতিক দল৷ সেসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সারাদেশে অন্তত ১৪ জন নিহত হয়৷ সংঘর্ষে প্রাণহানীর এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান হিউম্যান রাইটস কমিশনসহ ১১টি আন্তর্জাতিক সংস্থা৷ এক যৌথ বিবৃতিতে সংস্থাগুলো বাংলাদেশ সরকারকে জনগণের স্বাধীনভাবে সমাবেশ করার অধিকারের বিষয়ে শ্রদ্ধাশীল হওয়ারও আহ্বান জানিয়েছে৷
আরআর/এআই (ডিপিএ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল)