1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেলবোর্নে স্টেজ ফোর লকডাউন

৩ আগস্ট ২০২০

করোনার সংক্রমণ নতুন করে বাড়তে থাকায় মেলবোর্নে স্টেজ ফোর লকডাউন ঘোষণা করল স্থানীয় প্রশাসন।

https://p.dw.com/p/3gIq4
ছবি: Reeuters/D. Pockett

পূর্ব অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ বর্তমান পরিস্থিতিকে তুলনা করলেন গত বছর ঘটে যাওয়া ভয়াবহ দাবানলের সঙ্গে। মেলবোর্নে নতুন করে কড়া লকডাউনও ঘোষণা করা হয়েছে। কার্ফিউ জারি থাকবে সন্ধে আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত।

গত ছয় সপ্তাহে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে। গত শনিবার থেকে সোমবার পর্যন্ত শুধু মেলবোর্নেই ৬৭১ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে সাত জনের। এখনও পর্যন্ত শুধু মেলবোর্নেই মোট আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৩২২ জন।

সোমবার ভিক্টোরিয়ার প্রধান স্টেজ ফোর লকডাউন জারি করেছেন। এর অর্থ, গোটা দেশ জুড়ে সমস্ত স্কুল-কলেজ নতুন করে বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত ছাত্রছাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি থেকে অনলাইনে ক্লাস করতে। শুধু তাই নয়, মেলবোর্নের সমস্ত নাগরিককে নির্দেশ দেওয়া হয়েছে বাড়িতে থাকার। বাজার করতে গেলেও পাঁচ কিলোমিটারের মধ্যে যেতে হবে। তার বাইরে যাওয়া যাবে না।

মাস দু'য়েক আগে অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছিল। প্রায় সব কিছুই ধীরে ধীরে খুলে দেওয়া হয়েছে। জনজীবন স্বাভাবিক হয়ে গিয়েছে। কিন্তু তার পরেই মেলবোর্নে নতুন করে করোনার প্রকোপ শুরু হয়। ক্রমশ সংক্রমণের সংখ্যা বাড়তে থাকে। সে কথা মাথায় রেখেই নতুন এই সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানিয়েছে প্রশাসন।

এসজি/জিএইচ (রয়টার্স, ডিপিএ)