1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিঅস্ট্রেলিয়া

মেলবোর্নে প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রতিবাদ ও সংঘর্ষ

১১ সেপ্টেম্বর ২০২৪

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বুধবার একটি প্রতিরক্ষা প্রদর্শনীতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়৷ এতে পুলিশ ও বিক্ষোভকারীদের অনেকে আহত হন৷ বিক্ষোভকারীদের ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

https://p.dw.com/p/4kUmY
মেলবোর্নে প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রতিবাদ
অস্ট্রেলিয়ার মেলবোর্নে বুধবার প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রায় ১২০০ যুদ্ধবিরোধী প্রতিবাদকারী জড়ো হন, তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানছবি: AAP/Joel Carrett via REUTERS

যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর, বোতল ও ময়লা ছুঁড়ে মারেন৷ কেউ কেউ এমনকি থুতুও দেন৷ প্রদর্শনীতে অংশগ্রহণকারীর গায়ে তারা লাল তরল ছুঁড়ে মারেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ স্পঞ্জ গ্রেনেড, ফ্ল্যাশ-ব্যাং ডিভাইস ও স্প্রে ব্যবহার করে৷

ভিক্টোরিয়া পুলিশের প্রধান কমিশনার শেন প্যাটন জানিয়েছেন,  বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়েছেন এবং যানবাহন চলাচল ব্যাহত করেছেন৷

সংঘর্ষে আহত হওয়ায় ২৪ জন পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি৷

মেলবোর্নে প্রতিরক্ষা প্রদর্শনীতে বিক্ষোভ
বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে দেন এবং এতে যান চলাচল ব্যাহত হয়ছবি: AAP/Con Chronis via REUTERS

এক হাজার বিক্ষোভকারী প্রদর্শনীতে জড়ো হয়েছিলেন এবং তাদের অনেকে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়ে পুলিশকে সম্মান জানানোর কথা বলেছেন।

এই ইভেন্টে ৩১টি দেশের ১,০০০ প্রদর্শকের উপস্থিত হবার কথা, যা চলবে শুক্রবার পর্যন্ত৷

জেডএ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য