মুন্সীগঞ্জে দুই কিশোরের লাশ: তিন বন্ধুর বিরুদ্ধে হত্যা মামলা
৭ এপ্রিল ২০২২ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর অনুযায়ী, তাদের আরেক বন্ধুকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের পরিদর্শক লুৎফর রহমান জানিয়েছেন৷
বুধবার সকালে সদর উপজেলার মিরকাদিমের কাঠপট্টি এবং নয়াগাঁও থেকে ১৭ বছর বয়সি রিয়াম ও ১৮ বছর বয়সি আলমগীর নামে দুই কিশোরের লাশ উদ্ধার করা হয়৷
তাদের দুইজনকে সোমবার দুপুরে বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে পরে পাঁচ বন্ধু মিলে গিয়েছিল কাঠপট্টির ধলেশ্বরীর তীরে৷ এরপর থেকে দুজন নিখোঁজ ছিল৷
মঙ্গলবার তাদের লাশ উদ্ধারের পর আলমগীরের বাবা আলাউদ্দিন মাতবর বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনে হত্যা মামলা দায়ের করেন৷ মামলায় ‘নেশা জাতীয় ট্যাবলেট খাইয়ে মারধর করে' দুজনকে হত্যা এবং লাশ গুম করার অভিযোগ আনা হয়৷
এদিকে আলমগীর ও রিয়ামের সঙ্গে থাকা রুবেল (১৯) ও রনিকে (২৩) বুধবারই গ্রেপ্তার করে পুলিশ৷ তাদের আরেক বন্ধু অপূর্বকে গ্রেপ্তারে শুরু হয় অভিযান৷ পরিদর্শক লুৎফর বলেন, "গ্রেপ্তার দুজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে৷ তবে তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না৷ অন্য আসামিকে গ্রেপ্তার করা জরুরি৷”
নিহত রিয়াম ও আলমগীরের মত রুবেল ও রনি নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতেন৷ তবে অপূর্ব বাজারে মুরগির দোকানে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ৷
আলমগীরের মামা আমির হোসেন বলেন, "অপূর্ব কবুতর চুরি করেছিল, আলমগীর সেটা জানিয়ে দেওয়ায় সালিশ হয়৷ সে কারণে অপূর্বের ক্ষোভ ছিল৷” আর রিয়ামের মা ইয়ানুর বেগম অভিযোগ করেন, ‘জেরে নেশা খাইয়ে পরিকল্পিতভাবে' হত্যা করা হয়েছে তার সন্তানকে৷ বুধবার ময়নাতদন্তের পর আলমগীর ও রিয়ামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়৷
আরও দুই যুবকের লাশ উদ্ধার
আলাদা ঘটনায় মুন্সীগঞ্জে আরও দুটি লাশ উদ্ধার করা হয়েছে বুধবার৷ বিকেলে সদর উপজেলার বায়রা বকচরের কাছে মেঘনায় এক যুবকের লাশ ভেসে ওঠে, বয়স আনুমানিক ৩৫৷ তার পরনে ছিল চেক লুঙ্গি এবং নীল রংয়ের ফুলহাতা শার্ট৷ লুঙ্গির কোচায় থাকা একটি মোবাইল সিম থেকে তার পরিচয় সম্পর্কে একটি ধারণা পেয়েছে পুলিশ৷
চরআব্দুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, "ওই সিমকার্ডের মালিক খোকন মিয়া নামের একজন৷ বাড়ি মির্জাগঞ্জে, তবে ঢাকার বউবাজারে থেকে রাজমিস্ত্রীর কাজ করতেন৷ তার পরিবারকে খবর দেওয়া হয়েছে৷ তারা এসে লাশ শনাক্ত করলে নিশ্চিত হওয়া যাবে৷” তবে কীভাবে তার মৃত্যু হল, সে বিষয়ে এখনও কোনো ধারণা পায়নি পুলিশ৷
এছাড়াও বুধবার রাত ১১টার দিকে মিরকাদিমের এক বাসা থেকে মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ৷ নয়েল নামের ওই শিক্ষার্থী পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ পর্বে পড়তেন৷ বাড়ি ঢাকার দোহারে৷ নয়েল মিরকাদিমের বাসায় অন্য শিক্ষার্থীদের সঙ্গে মেস করে থাকতেন৷
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে৷ তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে৷”
ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে নয়েলের লাশ৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)