1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্ত ভারতীয় নাবিকদের নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তন

২৪ জুন ২০১১

দশ মাস সোমালি জলদস্যুদের হাতে পণবন্দি থাকার পর এমভি সুয়েজের ৬ জন ভারতীয় নাবিক আজ সকালে নিরাপদে দেশে ফিরেছে৷ তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার কাজে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস.এম কৃষ্ণা৷

https://p.dw.com/p/11iuF
Pirates
জলদস্যুদের হাতে পণবন্দি থাকার পর দেশে ফিরলো ছয়জন ভারতীয়ছবি: picture alliance / dpa

সোমালি জলদস্যুদের হাতে ১০ মাস পণবন্দি থাকার পর মিশরীয় মালবাহি জাহাজ এমভি সুয়েজের ছয়জন ভারতীয় নাবিক আজ সকালে দিল্লিতে এসে পৌঁছোন৷ ছয়জন ভারতীয় ছাড়া ঐ জাহাজে ছিল চারজন পাকিস্তানি, একজন শ্রীলঙ্কার এবং এগারো জন মিশরীয়৷ মুক্তিপণ হিসেবে দিতে হয় ২১ লক্ষ মার্কিন ডলার৷ এর অর্ধেক দিয়েছে জাহাজের মিশরীয় মালিক এবং বাকিটা দেবার ব্যবস্থা করেন পাকিস্তানের মানবাধিকার কর্মী আন্সারি বার্নি৷ মুক্ত হবার পর গতকাল তাঁরা করাচি পৌঁছোন৷ সেখান থেকে ভারতীয় নাবিকদের নিয়ে যাওয়া হয় দুবাইতে এবং তারপর সেখান থেকে বিমানে দিল্লিতে৷

MV Ariana
ভারত মহাসাগরে মিশরীয় মালবাহি জাহাজ এমভি সুয়েজছবি: picture-alliance/ dpa

নাবিকদের মুক্ত করার কাজে পাকিস্তানের সক্রিয় ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছে সবাই৷ নাবিকদের আত্মীয় পরিজন থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস.এম কৃষ্ণা পর্যন্ত৷ এই প্রসঙ্গে কৃষ্ণা বলেন, এখনো বিভিন্ন দেশের ৫০০ নাবিক সোমালি জলদস্যুদের হাতে পণবন্দি৷ তাই এই ধরনের জলদস্যুতা দমনে তিনি আন্তর্জাতিক তৎপরতার আহ্বান জানান৷

দিল্লি বিমান বন্দরে নেমে বৌ-বাচাদের সঙ্গে মিলিত হবার পর হাসিতে খুশিতে পরিবেশ আবেগে ভেসে যায়৷ গত দশ মাসের অভিজ্ঞতার কথা বলেন নাবিক এন.কে শর্মা৷ খুব কষ্টের মধ্যে আমাদের দিন কেটেছে৷ আধ পেটা খেতে দিত৷ মদ খেয়ে মারধর করতো৷ কখনো কখনো মনে হতো বুঝি মেরেই ফেলবে৷ আমরা যে বেঁচে ফিরেছি তার কৃতিত্ব পাকিস্তানের৷ এসওএস পেয়ে প্রথমে এগিয়ে আসে পাকিস্তানি যুদ্ধজাহাজ বাবর৷ পরে যায় গোদাবরি৷

Somalische Piraten in Indien
ভারতে বন্দি কিছু সোমালি জলদস্যুরাছবি: picture alliance/Photoshot

সোমালি জলদস্যুরা মুক্তিপণ নিয়ে প্রথমে ছেড়ে দেবার পর আবার হামলা চালায়৷ তখন পাকিস্তান পাঠায় যুদ্ধজাহাজ বাবরকে পাহারা দিয়ে নিয়ে যেতে৷ ভারত প্রথম দিকে সক্রিয় ছিলনা৷ কিন্তু, দেশে তার সমালোচনা হবার পর, তারা পাঠায় যুদ্ধ জাহাজ গোদাবরিকে৷ দুই যুদ্ধজাহাজের মধ্যে ধাক্কাধাক্কি হওয়াকে ঘিরে কূটনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগ ওঠে৷ পাকিস্তানের দাবি, এরজন্য উদ্ধারকাজ ব্যাহত হয়৷ শুধু তাই নয়, ১৯৯১ সালের দ্বিপাক্ষিক সামরিক গতিবিধি সংক্রান্ত চুক্তি লঙ্ঘিত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান৷ ভারত এই অভিযোগ অস্বীকার করে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান